ফ্রান্সের কান সৈকতে বসেছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসর। এরইমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে নির্মাতা অভিনয়শিল্পীরা এসে যোগ দিয়েছেন তাতে। কান উৎসবের সবচেয়ে আকর্ষণীয় দিক লাল গালিচা। যেখানে মনের মতো পোশাকে নিজেদের মেলে ধরেন তারা।
এবার উৎসবটিতে বেশকিছু নিয়ম বেঁধে দিয়েছে কর্তৃপক্ষ। কানে আপত্তিকর পোশাক নিষিদ্ধ করা হয়েছে। নৈতিক সজাগতা নীতি চালু করা হয়েছে, যেখানে প্রতিটি চলচ্চিত্রের প্রযোজনা দলকে নিশ্চিত করতে হবে যে চলচ্চিত্র নির্মাণের সময় নারী সহকর্মীদের নিরাপত্তা, মর্যাদা ও নৈতিকতা বজায় রাখা হয়েছে।
নিয়মের কড়াকড়িতে কান উৎসব ঘিরে দর্শকদের আগ্রহে বিন্দুমাত্র ভাটা পড়েনি। তবে কাশ্মীর ইস্যুতে অনেক বলি তারকা কানের রেড কার্পেটে পা রাখেননি। এবার কান বয়কটের ঘোষণা দিলেন বলিউড ও কৌতুক অভিনেতা বীর দাস। তবে তিনি কাশ্মীর ইস্যু বয়কট করেননি।
আজ শুক্রবার (১৬ মে) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘খুবই দুঃখের সঙ্গে ঘোষণা করছি যে নতুন নিয়মের জন্য আমি আর কান চলচ্চিত্র উৎসবে যোগ দেব না। এই বছর আমি একটি গাঢ় বেইজ রঙের অফ শোল্ডার ৭৮ ফুট লম্বা পোশাক পরার পরিকল্পনা করেছিলাম।’
কান কর্তৃপক্ষ আগেই জানিয়েছে লাল গালিচায় কোনো দীর্ঘ ফ্রিল যুক্ত পোশাক পরে হাঁটা যাবে না। কড়াকড়ি নিয়মের কারণেই কান উৎসবে না যাওয়ার ঘোষণা দিয়েছেন এই কৌতুক অভিনেতা।