নির্ধারিত সময়ের প্রায় দুই বছর আগেই কানাডার ৪৪তম ফেডারেল নির্বাচনের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো গত রবিবার। আগামী ২০ সেপ্টেম্বর নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে এক বিবৃতিতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই সিদ্ধান্ত জানান। উল্লেখ্য, কানাডার পরবর্তী ২০২৩ সালের অক্টোবরে নির্ধারণ করা হয়েছিল।
রবিবার সকালে লিবারেল নেতা জাস্টিন ট্রুডো দলের নেতাদের সঙ্গে বৈঠকের পর, গভর্নর জেনারেল মেরি সাইমন তার সংসদ ভেঙে দেওয়ার অনুরোধ অনুমোদন করেন। জাস্টিন তার বিবৃতিতে আরও উল্লেখ করেন যে, নির্বাচনে অংশ নেওয়ার জন্য কানাডার সব রাজনৈতিক দলকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। করোনা মোকাবিলা, অর্থনীতি পুনরুদ্ধার এবং ভ্যাকসিন নিয়ে নতুন অর্থনৈতিক পরিকল্পনা ঘোষণা করেছে কানাডার ফেডারেল সরকার। ভোটারদের কাছ থেকে সেই পরিকল্পনার স্বীকৃতি পেতেই এই আগাম নির্বাচনের আয়োজন।
তবে বিরোধী দলের প্রধান কনজারভেটিভ পার্টির এরিন ও’টুল, এনডিপি জগমিত সিং, ব্লক কুইবাকোয়া ইয়ভেস-ফ্রাঙ্কোয়া ব্ল্যাঞ্চেট এবং গ্রিন পার্টির অ্যানামি পল সবাই হঠাৎ আগাম নির্বাচনের বিরোধিতা করে বক্তব্য দিচ্ছেন। তারা করোনার মহামারির বিষয়টিও উল্লেখ করছেন। কানাডায় সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৭০টি আসনে বিজয়ী হতে হয়। সেখানে গত নির্বাচনে লিবারেলরা হাউস অব কমন্সে ১৫৫টি আসন পেয়ে সংখ্যালঘু সরকার গঠন করে। অপর দিকে কনজারভেটিভদের ১১৯ টি, ব্লক কিউবিকোইস ৩২টি, নিউ ডেমোক্র্যাটস ২৪ এবং গ্রিন পার্টি দুটি। পাঁচটি আসন ছিলো স্বতন্ত্রদের দখলে। একাধিক জরিপে দেখা যাচ্ছে, বর্তমান সরকারি দল লিবারেল পার্টি এগিয়ে আছে।