কানাডায় প্রথমবারের মত আয়োজিত হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আসর। টাইগার ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসান এবং লিটন দাস আছেন এই লিগটিতে। সাকিব মাঝপথে বিদায় জানিয়ে লঙ্কান প্রিমিয়ার লিগে নিজ দলের সঙ্গে যোগ দিলেও লিটন এখনো আছেন তাঁর দল সারে জাগুয়ার্সের সঙ্গেই। তাঁর সহ-অধিনায়কত্বেই প্রথম দল হিসেবে টুর্নামেন্টের ফাইনালেও ওঠেছে দলটি।
গ্রুপ পর্বের খেলা শেষে গতকাল প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছিল লিটনের সারে এবং ভ্যাঙ্কুভার নাইটস। আর এ ম্যাচে সহজেই জয় তুলে নিয়েছে সারে। ফলে প্রথম দল হিসেবে আসরের ফাইনালেও ওঠেছে দলটি।
প্রথম কোয়ালিফায়ারে গতকাল টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভ্যাঙ্কুভার। আর ব্যাট হাতে ইনিংসের শুরুটাও ভালোই হয়েছিল লিটনের দলের। দুই ওপেনার মোহাম্মদ হারিস এবং জতিন্দর সিং উড়ন্ত সূচনাই এনে দিয়েছিলেন। এরপর ম্যাচের চতুর্থ ওভারে হারিস সাজঘরে ফিরলে ক্রিজে আসেন লিটন।
বরাবরের মত গতকালও ভালো ভাবেই শুরু করেছিলেন এই টাইগার ব্যাটার। ব্যাট হাতে নেমেই এক চার এবং ছয়ে বড় ইনিংসের আশা দেখিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি ফিরে গেছেন ১৯ বলে ১৬ রান করেই। এরপর অধিনায়ক ইফতিখার আহমেদ এবং আয়ান খানের সুবাদে নির্ধারিত ওভারে ১৩৯ রানের সংগ্রহ গড়তে পারে তারা।
এদিকে ফাইনালে ওঠার লক্ষ্যে রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ভ্যাঙ্কুভারের। প্রথম ওভারেই উইকেট হারানোর পর পাওয়ার প্লে শেষ না হতেই হারিয়েছে শীর্ষ চার ব্যাটারকে। পরে ফ্যাবিয়ান এলেনের ২০ বলে ২৭ রানের ইনিংসে হারের ব্যবধান কমেছে শুধু। শেষ পর্যন্ত ১০১ রানেই থামে ভ্যাঙ্কুভারের ইনিংস। ফলে ৩৮ রানের জয় নিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে ওঠে লিটনের সারে।
আজ টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে এলিমিনেটর ম্যাচের জয়ী দল মন্ট্রিল টাইগার্স এবং কোয়ালিফায়ার ১ এর পরাজিত দল ভ্যাঙ্কুভার নাইটস। আজকের খেলায় জয়ী দলের বিপক্ষেই ফাইনালে শিরোপার লড়াইয়ে নামবে লিটনের দল সারে জাগুয়ার্স।