২০২২ ফুটবল কাতারে অনুষ্ঠেয় বিশ্বকাপে ৩২৫০ নিরাপত্তাকর্মী পাঠাবে তুরস্ক। চলতি বছরের নভেম্বরে হতে যাওয়া এই বৈশ্বিক আসরে এছাড়াও কাতারি নিরাপত্তাকর্মীদের বিশেষভাবে প্রশিক্ষণ দেবে বলে জানিয়েছেন তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু।
এক অনুষ্ঠানে সোয়লু আরও জানান, এই টুর্নামেন্টে তুরস্কের ৩০০০ দাঙ্গা পুলিশ, ১০০ তুর্কি স্পেশাল ফোর্স, ৫০ বোমা শনাক্তকারী কুকুর ও তাদের পরিচালনাকারী সদস্য, ৫০ বোমা বিশেষজ্ঞ ও অন্য স্টাফরা থাকবে।
তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু বলেন, ‘আগামী নভেম্বর ও ডিসেম্বরে কাতারে ৪৫ দিনের বিশ্বকাপে সাময়িকভাবে ৩২৫০ তুর্কি নিরাপত্তাকর্মী নিয়োজিত থাকবে। এই আসরটিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখো সমর্থক আসবে, আমাদের কর্মীরা তাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করবে। ’
এছাড়া তুরস্ক ৬৭৭ কাতারি নিরাপত্তাকর্মীকে ৩৮টি বিভিন্ন পেশাগত ক্ষেত্রে প্রশিক্ষিত করেছে।