ইতিহাস গড়েছে চলতি ফিফা ক্লাব বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এই আসরে কোয়ার্টার ফাইনালের আগেই গোলসংখ্যায় পেছনে ফেলেছে কাতার বিশ্বকাপকে। ২০২২ সালের কাতার বিশ্বকাপে ৬৪ ম্যাচে গোল হয়েছিল ১৭২টি। সেখানে এবারের ক্লাব বিশ্বকাপে মাত্র ৫৬ ম্যাচেই গোল হয়েছে ১৭৩টি।
৩২ দলের অংশগ্রহণে হওয়া এই প্রতিযোগিতায় এখনো ৭টি ম্যাচ বাকি। প্রতি ম্যাচে গড় গোল ৩.০৮ যা সাম্প্রতিক বড় টুর্নামেন্টগুলোর মধ্যে অন্যতম সর্বোচ্চ।বিশ্বকাপের গোল রেকর্ড (১৯৯৮, ২০১৪ – ১৭১ গোল এবং ২০২২ – ১৭২ গোল) এবার স্পষ্টভাবেই ছাড়িয়ে গেছে ক্লাব পর্যায়ের এই জমজমাট টুর্নামেন্ট।
১৯৫৪ সালের সুইজারল্যান্ড বিশ্বকাপে এখনও গড় গোলসংখ্যার রেকর্ড অপরিবর্তিত আছে। তখন ২৬ ম্যাচে মোট ১৪০টি গোল হয়েছে, যা গড়ে ৫.৪৮ গোল প্রতি ম্যাচ। তবে সাম্প্রতিক সময়ে কোনো বড় টুর্নামেন্টে এত উচ্চ গড় গোল দেখা যায়নি। বর্তমান ক্লাব বিশ্বকাপে ম্যাচপ্রতি গড়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটি তৈরি হয়েছে।
এই টুর্নামেন্টে সর্বোচ্চ গোল করেছেন ব্রাজিলিয়ান ফুটবলাররা, মোট ২৪টি। এরপর রয়েছে আর্জেন্টিনা (১৯), ইংল্যান্ড (১৩), ফ্রান্স ও পর্তুগাল (১২), আর জার্মানি ও স্পেন (৯টি) করে।
মহাদেশীয় হিসেবে ইউরোপিয়ান ফুটবলারদের আধিপত্য স্পষ্ট, তারা করেছেন ৮২ গোল। দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ আমেরিকা (৫২ গোল), এবং তৃতীয় স্থানে আফ্রিকা (১৫ গোল)।
এখন দেখার বিষয়, বাকি ম্যাচগুলোতে ক্লাব বিশ্বকাপের গোলসংখ্যা কত দূর পর্যন্ত পৌঁছায়। স্পষ্ট এক কথা, আন্তর্জাতিক ক্লাব ফুটবল এখন শুধু নামের জন্য নয়, পারফরম্যান্স দিয়ে বিশ্বকাপকেও প্রতিদ্বন্দ্বিতা করতে তৈরি।
উল্লেখ্য, ১৯৯৮ ও ২০১৪ বিশ্বকাপে গোলসংখ্যা ছিল ১৭১। এরপর কাতার বিশ্বকাপে তা বেড়ে দাঁড়ায় ১৭২-এ। এবার ক্লাব পর্যায়ের টুর্নামেন্ট সেই রেকর্ডও ছাড়িয়ে গেল তাও মাত্র ৫৬ ম্যাচেই। এবারের ক্লাব বিশ্বকাপ তাই শুধু প্রতিযোগিতা নয়, হয়ে উঠেছে গোলবন্যার মঞ্চ।