টলিউড অভিনেত্রী দেবশ্রী রায়ের পরিবারে শোকের ছায়া। না ফেরার দেশে চলে গেছেন অভিনেত্রীর বোন ঝুমা রায়। আজ বৃহস্পতিবার শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
জানা গেছে, সকাল ১০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান দেবশ্রীর বোন। সম্পর্কে তিনি বলিউড তারকা রানী মুখার্জীর খালা। মৃত্যু সংবাদ পেয়ে এরইমধ্যে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন অভিনেত্রী।
কিছুদিন আগে দেবশ্রী ও তার বোনকে নিজেদের একটি পারিবারিক অনুষ্ঠানে দেখা যায়। বেশ খোশ মেজাজে ছিলেন তারা। দুজনে দরাজ গলায় গানও শুনিয়েছিলেন। সেসব আজ শুধুই স্মৃতি।
বলে রাখা ভালো, দেবশ্রী রায় এবং তার বোন ঝুমা রায়কে একটা সময় সবাই রুমকি ঝুমকি বলেই চিনত। তারা একসঙ্গে দাপিয়ে মঞ্চে অনুষ্ঠান করতেন। দারুণ জনপ্রিয় ছিল তাদের সে জুটি। কিন্তু এদিন রুমকি, ঝুমকির সেই জুটি ভেঙে গেল।