ইংলিশ কাউন্টি ক্রিকেট লিগে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আগামী আগস্টে শুরু হতে যাওয়া ওয়ানডে লিগে খেলার জন্য এ প্রস্তাব দেওয়া হয়েছে তাকে। সেখানে খেলার ব্যাপারে নিশ্চিত করে কিছু না বললেও শর্ত সাপেক্ষে খেলার আগ্রহ প্রকাশ করেছেন এ টাইগার ক্রিকেটার।
গতবছর থেকেই বলে ব্যাটে সমান পারদর্শিতায় পারফর্ম করে চলেছেন মিরাজ। তার ব্যাটিং নৈপুণ্যে ঘরের মাটিতে ভারতের বিপক্ষে নিশ্চিত পরাজয় থেকে রক্ষা পায় বাংলাদেশ। সে সিরিজে দুর্দান্ত এক সেঞ্চুরিও করেছিলেন তিনি। তার এমন ধারাবাহিক পারফরম্যান্স নজর এড়ায়নি কাউন্টি ক্রিকেটের দল ওয়ারউইকশায়ারের।
মিরাজের কাছে এমন প্রস্তাব আসার পেছনে জড়িত আছেন মোহামেডানে তারই সতীর্থ জ্যাক লিনটন। সবশেষ ডিপিএলে একসাথে খেলেছেন তারা। তবে প্রস্তাব পেলেও এখনো খেলার ব্যাপারে নিশ্চয়তা দেননি টাইগার অলরাউন্ডার।
বর্তমানে আফগানিস্তান সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন মিরাজ। কাউন্টিতে খেলার সুযোগ এলেও জাতীয় দলের প্রতি দায়বদ্ধতাকেই এগিয়ে রেখেছেন তিনি। ওয়ারউইকশায়ারের প্রস্তাবে রাজি হয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার কাছে প্রস্তাব এসেছে। তবে যাওয়া না যাওয়ার বিষয়টি নির্ভর করছে সে সময় জাতীয় দলের খেলা আছে কিনা তার ওপর। যদি সুযোগ থাকে অবশ্যই চেষ্টা থাকবে যেন যাই।’