ইংল্যান্ডের প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের অভিষেক রাঙিয়েছেন বাংলাদেশি আরাফাত ভূঁইয়া। গত ১৭মে কাউন্টি চ্যাম্পিয়নশীপের দল কেন্টের সঙ্গে চুক্তি করেন আরাফাত। কেনিংটন ওভালে পরদিনই অভিষেক হয় এ বোলারের। আর এ ম্যাচেই দুর্দান্ত বোলিং এ আলো ছড়ান তিনি, করেন দলের হয়ে ম্যাচের সেরা বোলিং।
অভিষেক ম্যাচে খেলতে নেমে প্রথম দিন মাত্র ৫ ওভার বোলিং করতে পারেন আরাফাত, পাননি কোনও উইকেট। তবে দ্বিতীয় দিনে নিজের সেরা খেলা দেখান তিনি। এদিন তিনি সারের বিপক্ষে ৬৫ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। কয়েকদিন আগে ইংল্যান্ডের সহ অধিনায়কের দায়িত্ব পাওয়া ওলি পোপ কে ফিরিয়ে উইকেটের খাতা খোলেন তিনি।
আরাফাতের মিতব্যয়ী বোলিং এই বিপক্ষ দল সারে কে ৩৬২ রানে অল আউট করতে সমর্থ হয় কেন্ট। এ ম্যাচে কেন্টের হয়ে সবচেয়ে কম খরুচে বোলারও আরাফাতই।এমন পারফরম্যান্সে উচ্ছ্বসিত আরাফাত বলেন, ‘অভিষেক ইনিংসে চার উইকেট পেয়ে আমি যেন উড়ছি। সব সময় এটা আমার মাথায় থাকে যে এখানে আমি ভালো করতে এসেছি। ’
বাংলাদেশের কুমিল্লার ছেলে আরাফাতের বেড়ে ওঠা রাজধানী ঢাকায়। ১৪ বছর বয়সে ইংল্যান্ডে পাড়ি জমানো এ বোলার সেখানকার নাগরিকও। দীর্ঘদিন কেন্টের দ্বিতীয় একাদশে খেলেছেন। এর আগে সারে, এসেক্স ও ডার্বিশায়ারের হয়েও খেলেছেন তিনি। রবিন দাসের পর তিনি দ্বিতীয় বাংলাদেশী হিসেবে তিনি খেলছেন কাউন্টি ক্রিকেটে।