পিরোজপুরের কাউখালীতে নিখোঁজের ৩ দিন পর মো. হাসান (১০) নামের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই শিশুটি কাউখালীতে তার খালা বাড়িতে বেড়াতে এসেছিলো। সে নোয়াখালী জেলার শাহাবুদ্দিনের পুত্র। তারা পবিবার নিয়ে ঢাকায় থাকে।
সোমবার (১৩মার্চ)সকাল ১০টার দিকে তার মরদেহটি উপজেলা অশোয়া-আমড়াঝুড়ি ফেরিঘটা এলাকা থেকে উদ্ধার করা হয়।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী জানা গেছে, গত ১১ মার্চ দুপুরে উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের গন্ধর্ব্য আশ্রায়ন এলাকার বাসিন্দা জালাল তালুকদারের ভায়রার ছেলে হাসানসহ ৩/৪জন শিশু সন্ধ্যা নদীতে গোসল করতে নেমে খেলাধুলা করছিল। এ সময় হঠাৎ করে হাসান পানিতে তলিয়ে নিখোঁজ হয়। অন্য শিশুদের কান্নাকাটিতে স্থানীয়রা এগিয়ে এসে ঘটনা শুনে স্থানীয় ডুবুরি দিয়ে খোজাঁখুজিঁ করে পরে কাউখালী ফায়ার সার্ভিসকে খবর দেয়।
কাউখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো,ইমরান হোসেন জানান , এর আগে গত শনিবার (১১মার্চ) নিঁখোজের পর ডুবুরি দল সেখানেগিয়ে উদ্ধার অভিযান করলেও তাকে পাওয়া যায় নি। তবে সোমবার সকালে তার মরদেহটি ভাসমান অবস্থায় পাওয়া যায়।
কাউখালী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. জাকারিয়া হোসেন জানান, ওই দিন সকালে স্থানীয়রা একটি শিশুর মরদেহ ভাসতে দেখে থানা পুলিশকে খাবর দেন। আর ওই মরদেহটি নিঁখোজ শিশু হাসানের বলে নিশ্চিত হওয়া গেছে।