রাঙামাটির কাউখালী উপজেলায় দেশীয় তৈরি অস্ত্রসহ ইউপিডিএফ মূল দলের সশস্ত্র সদস্য লক্ষীধন চাকমা (৩৫) নামের এক যুবককে আটক করেছে নিরাপত্তা বাহিনী। সোমবার (২৭ডিসেম্বর) রাতে এমন তথ্য নিশ্চিত করেছেন-কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল্ল্যাহ। ওসি বলেন, সোমবার সকালে উপজেলার ঘাগড়া ইউনিয়নের চেকপোস্টে নিয়মিত তল্লাশি চালানোর সময় মোটরসাইকেলের আরোহীকে সন্দেহ হলে থামিয়ে চেক করার সময় তাকে অস্ত্রসহ আটক করা হয়। আটক যুবককে নিরাপত্তা বাহিনী প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ওইদিন সন্ধ্যায় থানায় অস্ত্রসহ হস্তান্ত করেন।
আটক লক্ষীধন চাকমা পাহাড়ের আঞ্চলিক দল ইউনাইটেট পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ মূল) এর কালেক্টর। তিনি কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের পোয়াপাড়া গ্রামের মৃত বরুন বিকাশ চাকমার ছেলে। আটক যুবকের বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার দায়ে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে ওসি যোগ করেন।