সোমবার (১৩ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার কলেজ পাড়ার বাঁধন কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি তার করুণ অবস্থার কথা তুলে ধরেন। কণ্ঠভরা আবেগে কামরুন্নাহার জানান, ‘আমার ছেলে-মেয়ে লেখাপড়া করছিল। কিন্তু এক প্রতিবেশী, হেলাল মিয়া, আমাদের জীবনে বিপর্যয় এনে দিয়েছে। তিনি আমার স্বামীকে ফাঁসাতে নানা মিথ্যা মামলা দায়ের করেছেন, আমাদের জীবনের শান্তি কেড়ে নিয়েছেন। গত বছর, হেলাল মিয়া আমার পরিবারের বিরুদ্ধে আরও দুটি মামলা দায়ের করে, যার কারণে আমার স্বামী জেলে গেছে। আর এখন আমার ছেলেরা মামলার আসামি হওয়ায় তারা পালিয়ে বেড়াচ্ছে।’
কান্না চোখে কামরুন্নাহার বলেন, ‘আমি এখন একেবারে অসহায়। আমার কাছে কেউ নেই, আমার স্বামী জেলে, ছেলেরা পালিয়ে গেছে, আর আমি একা। তবে আমার ছোট মেয়ে প্রতিদিন আমাকে সাহস দেয়, মা একদিন সব ঠিক হয়ে যাবে। তার জন্যই আমার আশা।’
কামরুন্নাহারের জীবনে প্রতিদিনই এক নতুন চাপ আসে। তিনি আর তার পরিবার চায়, শান্তি—একটা নিরাপদ জীবন, যেখানে তাদের প্রতি কোনো অবিচার না হয়, যেখানে তাদের দিনগুলো কাটবে স্বাভাবিকভাবে।