কর্পোরেট নারী কাবাডির প্রথম কোয়ালিফায়ারে ঢাকা টুয়েলভের বিপক্ষে শেষ ১ মিনিটে ২৬-২৩ পয়েন্টে হারে নরসিংদী লিজেন্ডসের মেয়েরা। তবে দ্বিতীয় ম্যাচেই এসে চোট-ক্লান্তির প্রভাবে ভেঙে পড়ে সেই দলটাই। জাতীয় কাবাডি স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ারে হারার আগেই যেন হেরে বসে নরসিংদী লিজেন্ডসের মেয়েরা।
২৪-১৮ পয়েন্টে হেরে ফাইনাল স্বপ্ন ভাঙে জিয়াউর রহমানের নরসিংদীর মেয়েদের। টেকনো মিডিয়ার ম্যাচসেরা স্মৃতি আক্তার ও কচি মন্ডলের অসাধারণ নৈপুণ্যে প্রথম মিনিট থেকেই পিছিয়ে পড়ে নরসিংদী; প্রথমার্ধে দলটি পিছিয়ে ছিল ১৬-৮ পয়েন্টে। বিরতির পর চেষ্টা করলেও ম্যাচে ফিরতে পারেনি দলটি বরং শেষ ১৫ মিনিট কৌশলী খেলে আধিপত্য ধরে রেখে মাঠ ছাড়ে বাদশা মিয়ার শিষ্যরা।
ফিরতি পর্বে দুর্দান্ত খেলা টেকনো মিডিয়া ৩১ জানুয়ারি মঙ্গলবার বিকাল ৪টায় ফাইনাল খেলবে ঢাকা টুয়েলভের বিপক্ষে। ব্রিজ ফার্মার ঢাকা টুয়েলভ প্রথম লেগে জিতলেও ফিরতি ম্যাচে টেকনো মিডিয়ার কাছে হেরেছিল। ফলে উপভোগ্য একটা ফাইনাল হওয়ার আভাস রয়েছে।