করোনাভাইরাস সংক্রমণের ঊর্র্ধ্বগতির মধ্যে শনিবার বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে এক হাজারের বেশি সদস্য অংশ নেন। ঢাকা মহানগর নাট্যমঞ্চে অনুষ্ঠিত ষষ্ঠ কাউন্সিলে নতুন সভাপতি শাজাহান খান ও সাধারণ সম্পাদক ওসমান আলী নির্বাচিত হন। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কাউন্সিলর যুগান্তরকে বলেন, বর্তমান পরিস্থিতিতে এ ধরনের কাউন্সিল আয়োজন করায় করোনার ঝুঁকি বাড়বে।
কাউন্সিলে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চার সদস্যের নাম ঘোষণা করা হয়। বাকিরা হলেন-কার্যকরী সভাপতি আব্দুর রহিম বক্স দুদু ও সিনিয়র সহ-সভাপতি ছাদিকুর রহমান হিরু। শাজাহান খান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। আর ওসমান আলী এ নিয়ে তৃতীয়বার সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন।
সূত্র জানায়, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের অধীন সারা দেশে ২৫৯টি শ্রমিক ইউনিয়ন রয়েছে। নবনির্বাচিত কমিটি ৩৫ সদস্যের কার্যকরী কমিটি এবং ২৫৯ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করবে। কার্যকরী কমিটির সদস্যরা কেন্দ্রীয় কমিটিতে থাকবেন। এ বিষয়ে শাজাহান খান বলেন, লকডাউন শেষ হওয়ার পর সব নিয়ম ও প্রক্রিয়া মেনে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
শ্রমিক ফেডারেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার নতুন কমিটি নির্বাচিত হওয়ার বিষয়টি উল্লেখ করে বলা হয়েছে, কোভিড-১৯ এর সংক্রমণ বেড়ে যাওয়ায় সম্মেলনের প্রথম পর্ব (উদ্বোধনী অনুষ্ঠান) বাতিল করে স্বাস্থ্যবিধি মেনে কাউন্সিল অনুষ্ঠিত হয়। নির্বাচন পর্বে সাবজেক্ট কমিটির আহ্বায়ক ছাদিকুর রহমান হিরু সভাপতি পদে শাজাহান খান, কার্যকরী সভাপতি পদে আব্দুর রহিম বক্স দুদু ও সাধারণ সম্পাদক পদে ওসমান আলীর নাম প্রস্তাব করেন। এতে কাউন্সিলররা হাত তুলে সমর্থন জানালে তাদেরকে নির্বাচিত বলে ঘোষণা করা হয়। এরপর সভাপতি সিনিয়র সহ-সভাপতি পদে ছাদিকুর রহমান হিরুর নাম প্রস্তাব করলে সেটি পাশ হয়। এর আগে কাউন্সিলে সংগঠনের রিপোর্ট পেশ করেন ওসমান আলী। এর ওপর আলোচনায় অংশ নেন আব্দুর রহিম বক্স দুদু, মফিজুল হক বেবু, তাজুল ইসলাম, শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাদেক আহমেদ খান, হুমায়ুন কবির খান, জুবায়ের জাকির, সজীব আলী, রফিকুল ইসলাম প্রমুখ।