নাম তার নজরুল ইসলাম মুন্সী। বয়স পঞ্চাশের মতো। বাড়ি বরিশালের উজিরপুরে। থাকতেন জর্ডানে। মায়ের মৃত্যুর সংবাদ শুনে সম্প্রতি দেশে এসেছিলেন তিনি। কিন্তু এখানে এসেই প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হন নজরুল। শেষ পর্যন্ত মৃত্যুই হল তার। পাড়ি জমালেন চির অচেনার দেশে। চিরনিদ্রায় শায়িত হলেন সেই মায়ের কবরের পাশেই।
মর্মস্পর্শী ঘটনাটি ঘটেছে উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামে। ওই গ্রামের মৃত বারেক মুন্সির ছেলে নজরুল ইসলাম মুন্সি। গত মঙ্গলবার (৬ এপ্রিল) রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। পরদিন বুধবার তাকে স্বাস্থ্যবিধি মেনে পৌরসভার সাবেক কাউন্সিলর মো. বাবুল সিকদারের নেতৃত্বে উজিরপুরের স্বেচ্ছাসেবক টিমের মাধ্যমে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হয়।
করোনার সংক্রমণ রোধে প্রবাসী নজরুল ইসলামের পরিবারের অন্য সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জানা গেছে, মায়ের দাফন ও দোয়া অনুষ্ঠান শেষে পুনরায় কর্মস্থল জর্ডানে ফেরার পথে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে।