করোনাভাইরাসের অতি সংক্রামক ধরন ডেল্টা ছড়াতে থাকায় ইন্দোনেশিয়ায় কোভিড-১৯-এর বিস্তার ‘বিপর্যয়ের’ প্রান্তে আছে বলে সতর্ক করেছে রেডক্রস। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির হাসপাতালগুলো শিগগিরই তাদের সামর্থ্যের শেষ পর্যায়ে পৌঁছে যাবে বলেও মঙ্গলবার সতর্ক করেছে আন্তর্জাতিক দাতব্য সংস্থাটি। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। সাম্প্রতিক দিনগুলোতে ২০ হাজারেরও বেশি রেকর্ড দৈনিক শনাক্তের কথা জানিয়েছে ইন্দোনেশিয়া। রমজানের পর দেশটিতে সংক্রমণ বাড়তে শুরু করে এবং অতি সংক্রামক একটি ধরন আবির্ভূত হওয়ার পর নতুন ঢেউ শুরু হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র উদ্ধৃত করে স্ট্রেইট টাইমস সংবাদপত্র মঙ্গলবার জানিয়েছে, সরকার বুধবার থেকে কঠোর বিধিনিষেধ জারি করতে পারে। এ সময় রেস্তোরাঁয় খাওয়া-দাওয়া বন্ধ ও অভ্যন্তরীণ বিমান ভ্রমণের ক্ষেত্রে নেগেটিভ পলিমারেজ চেইন রিয়্যাকশন পরীক্ষা বাধ্যতামূলক করা হতে পারে।