কন্নড় সিনেমার অভিনেতা অর্জুন গৌড়া। কোভিডের থাবায় দিশেহারা মানুষদের সাহায্য করতে তিনি বেঙ্গালুরুর রাস্তায় অ্যাম্বুলেন্স চালাচ্ছেন। তার ভাষায়, ‘বিগত কয়েক দিন ধরেই আমি এই অ্যাম্বুলেন্স চালানোর কাজ করছি। এখনও পর্যন্ত জনা ছয়েক মানুষের শববহন করেছি। আমরা সব সময় চেষ্টা করছি এই বিপদের সময় মানুষের পাশে দাঁড়াতে, তা তিনি যেখান থেকেই আসুন না কেন, বা যে ধর্মাবলম্বীই হোন না কেন, শেষযাত্রায় যেন কোনও সমস্যায় না পড়ে তার পরিবার।’
গত বছর লকডাউনের সময় থেকেই বাস্তবের হিরো হয়ে প্রতিনিয়ত মানুষের পাশে দাঁড়িয়েছেন সোনু সুদ। নিঃস্বার্থভাবে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন। বিশেষ গাড়ি, বাসের ব্যবস্থা করে শ্রমিকদের পৌঁছে দিয়েছেন নিজ-নিজ বাড়ি! এখানেই শেষ নয়! দেশের যে-কোনও প্রান্তে যখনই কেউ বিপদে পড়েছেন, সোনুকে একবার জানালেই হল… সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ‘দাবাং’ স্টার!
লকডাউনে বহু মানুষ কর্মহারা হয়েছেন। সোনু তাদের সাহায্য করেছেন নতুনভাবে জীবন শুরু করতে! অসহায়দের চিকিৎসা করিয়েছেন। এমনকী আমফানে ক্ষতিগ্রস্ত জলপাইগুড়ির অসহায় মহিলাকেও নতুন বাড়ি বানিয়ে দেন সোনু সুদ। করোনা আক্রান্তদের সাহায্যে এগিয়ে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া, জন আব্রাহাম, তাপসী পান্নু, এসএস রাজামৌলি-সহ বহু সিনেমা জগতের মানুষ এবার সেই তালিকায় যোগ হল অর্জুনের নামও।