দুই সপ্তাহ করেনার সঙ্গে লড়াই করে হেরে গেলেন দেশের একজন স্বনামধন্য মাইক্রোবায়োলজিস্ট ও চিকিৎসক ডা. এ কে এম শামছুজ্জামান তুষার। শনিবার ভোরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি মারা যান। ঢাকার শেরেবাংলা নগরের ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার-এর পরিচালক অধ্যাপক ডা. তুষার গত দুই সপ্তাহ ধরে মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট ও হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
কোভিড মহামারীর সময় দেশের সবচেয়ে বৃহৎ প্রতিষ্ঠানের দায়িত্বে থেকে কোভিড পরীক্ষা ও গবেষণার জন্য নিরলসভাবে কাজ করেন ডা. তুষার। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, অসংখ্য সহকর্মী ও সুহৃদ রেখে যান। গতকাল সকালে ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারে জানাজা শেষে তার মরদেহ ময়মনসিংহের ফুলবাড়িয়ার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানেই পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়।