জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক হাসান শাহরিয়ার আর নেই (ইন্নালিল্লাহি … রাজিউন)। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৬ বছর। দুই দফা জানাজা শেষে রাত সাড়ে ৮টায় রায়েরবাজার কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, প্রবীণ সাংবাদিক হাসান শাহরিয়ার দীর্ঘদিন ধরে ফুসফুসের রোগসহ নানা জটিল রোগে ভুগছিলেন। ৮ এপ্রিল রাতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে ল্যাবএইড এবং পরে আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আইসিইউ বেড খালি না পাওয়ায় তাকে রাজধানীর ইমপালস হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।
সুনামগঞ্জে ১৯৪৪ সালের ২৫ এপ্রিল হাসান শাহরিয়ার জন্মগ্রহণ করেন। তিনি ৬০-এর দশকে ইত্তেফাকে সাংবাদিকতা শুরু করেন। এরপর পাকিস্তানের করাচিতে পড়াশোনা ও ডন পত্রিকায় কাজ করেন এবং সেখানে ইত্তেফাকের প্রতিনিধি ছিলেন। সত্তরের দশকের শুরুতে ঢাকায় এসে তিনি ইত্তেফাকে যোগ দেন। এ পত্রিকায় তিনি কূটনৈতিক রিপোর্টার, চিফ রিপোর্টারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। ২০০৮ সালে তিনি নির্বাহী সম্পাদক হিসাবে অবসর নেন। ইত্তেফাকের পাশাপাশি আন্তর্জাতিক সাময়িকী নিউজ উইক, আরব নিউজ, ডেকান হেরাল্ডসহ বিভিন্ন পত্রিকায় তিনি বাংলাদেশের প্রতিনিধি ছিলেন। কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সিজেএ) সভাপতির দায়িত্বও তিনি পালন করেন। ১৯৯৩-৯৪ সালে তিনি জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ছিলেন। ওকাবের (ওভারসিজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সভাপতিও ছিলেন তিনি।
আলাদা শোকবার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বলেছেন, হাসান শাহরিয়ারের অবদান মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। সাংবাদিকতায় তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ ও পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ।
শোক প্রকাশ করেছেন- জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বিএফইউজের সভাপতি মোল্লা জালাল ও ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ, বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতি ঢাকার সভাপতি মোল্লা জালাল ও সাধারণ সম্পাদক উদয় হাকিম, জামালপুর সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি আবু সাঈদ ও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল, নেত্রকোনা সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি ফারুক তালুকদার ও সাধারণ সম্পাদক মাসুদ করিম, বঙ্গবন্ধু সাংবাদিক পরিষদের আহ্বায়ক সুভাষ চন্দ্র বাদল ও সদস্য সচিব মোহাম্মদ আবু সাঈদ, সিলেট বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি আজিজুল পারভেজ ও সাধারণ সম্পাদক ঝর্ণা মনি, রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের সভাপতি ফয়েজ উল্লাহ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল, নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশের সভাপতি মতিন আব্দুল্লাহ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহেল মামুন, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিকাব) সভাপতি পান্থ রহমান ও সাধারণ সম্পাদক একেএম মইন উদ্দিন, বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি তৌফিক মারুফ ও সাধারণ সম্পাদক রাশেদ রাব্বি প্রমুখ।
হাসান শাহরিয়ারের প্রথম জানাজা জাতীয় প্রেস ক্লাবে এবং দ্বিতীয় জানাজা তার সেগুনবাগিচার বাসভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জাতীয় প্রেস ক্লাবে জানাজার পর জাতীয় প্রেস ক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও ঢাকার ভারতীয় হাইকমিশনসহ বিভিন্ন সংগঠন তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
সুনামগঞ্জে শোকের ছায়া : সুনামগঞ্জ প্রতিনিধি জানান, হাসান শাহরিয়ারের মৃত্যুতে শোক জানিয়েছেন সুনামগঞ্জ ৩ আসনের এমপি ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, ৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিক, সদর আসনের এমপি ও বিরোধীদলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ, ১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন, ২ আসনের এমপি ড. জয়া সেন গুপ্তা, সংরক্ষিত নারী আসনের এমপি শামীমা শাহরিয়ার ও সরকারদলীয় সাবেক হুইপ অ্যাডভোকেট ফজলুল হক আসপিয়া। আরও শোক জানিয়েছেন- জেলা আ.লীগ সভাপতি মতিউর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, সুনামগঞ্জের পৌর মেয়র নাদের বখত, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী প্রমুখ। সনাক সুনামগঞ্জের সভাপতি অ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলু, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান পীর, সাধারণ সম্পাদক সিদ্ধার্থ রঞ্জন আচার্য্য, সুনামগঞ্জের সুজন সাধারণ সম্পাদক প্রফেসর আবু সাইয়্যিদ, হাঙ্গারের এরিয়া ম্যানেজার মাহবুব হোসেনও শোক জানিয়েছেন।