লক্ষ্মীপুরের কমলনগরে চরকাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে সাধারণ সম্পাদক পদের তিন প্রার্থীর সমর্থকদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ফজু মিয়ার হাট উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানাযায়, উপজেলার ফজু মিয়ার হাট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে বুধবার সন্ধ্যায় চরকাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়। সম্মেলনে উদ্বোধক ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার। প্রধান অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মিজানুর রহিম, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মতলব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট রাসেল মাহমুদ ভূঁইয়া মান্নাসহ জেলা ও উপজেলার নেতারা।
সম্মেলনে শেষের দিকে সাধারণ সম্পাদক পদে ভোটের আহবান করে নেতৃবৃন্দ। এতে সাধারণ সম্পাদক প্রার্থী সবুজ খান, ওমর ফারুক ও বেলাল হোসেনের সমর্থকরা স্লোগান দেন। এ নিয়ে তিন পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও পাল্টপাল্টির ধাওয়ার ঘটনা ঘটে।