মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার যশলং কবরস্থান থেকে এক রাতেই ১৪টি কঙ্কাল চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।
সংঘবদ্ধ চোরের দল ওই কবরস্থানের বিভিন্ন পুরোনো কবর খুঁড়ে কঙ্কালগুলো চুরি করে নিয়ে যায়। মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময়ে কঙ্কালগুলো চুরি হয়েছে বলে এলাকাবাসী জানান।
বুধবার (৩০ এপ্রিল) সকালের দিকে ওই কবরস্থানে মরদেহ দাফন করতে এসে এলাকাবাসী বিষয়টি জানতে পারেন। পরে এলাকার শত শত মানুষ কবরস্থানে উপস্থিত হয়ে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
কবরস্থান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আক্তার শেখ গণমাধ্যমকে বলেন, গোরস্থানে এসে দেখি বেশ কয়েকটি কবর খুঁড়ে রাখা হয়েছে, প্রায় ৭/৮টি কবরের কঙ্কাল পাওয়া যায়নি।
এ বিষয়ে টঙ্গিবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।