পশ্চিমবঙ্গের কণ্ঠশিল্পী ইমন চক্রবর্তীকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। কণ্ঠ দিয়ে তিনি শাসন করছেন সেখানকার সংগীতাঙ্গন। তবে তাকে গায়িকা হয়ে উঠতে বেশ কাটখড় পোড়াতে হয়েছে। এর পেছনে অবদান রয়েছে তার বাবার। ইমনকে গায়িকা হিসেবে গড়ে তুলতে না খেয়ে পর্যন্ত থেকেছেন তিনি।
কলকাতা নয়, মফঃস্বল এলাকায় বড় হয়ে উঠেছেন ইমন। পরিবারের নানা সমস্যা এড়িয়ে থাকা সহজ হয়নি তার পক্ষে। বরং অনেকটা এগিয়ে এসেই সেই লড়াইয়ে হাল ধরতে হয়েছে। তবুও এই সমস্যার মধ্যে কখনও তাকে কোনও বিপদে পড়তে দেননি তার বাবা। পাশে থেকেছেন সবসময়।
আজ ইমন সফল। তবে অনেক নাম ডাক। কিন্তু তবুও বাবা বা মেয়ে কেউই তাদের ফেলে আসা দিনগুলোর কথা ভুলে যাননি। ইমনের বাবা শঙ্কর চক্রবর্তী জানিয়েছেন তিনি কোনও কোনোদিন সকালে বেরিয়ে রাত ১২টা একটায় বাড়ি ফিরেছেন।
ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘ইমনের জন্য খাবার নিয়ে যেতাম। ওকে খাওয়াতাম। কিন্তু নিজে না খেয়ে দিন কাটিয়েছি। শুধু জল খেয়ে থাকতাম। তবুও দেখতাম যাতে ওর কষ্ট না হয়। ও কষ্ট পেলে যে গান গাইতে পারবে না। ওকে ঠিক রাখার জন্য আমার এই লড়াই।’
তিনি আরও বলেন, ‘অনেক সময় বাড়ির ভাড়া পর্যন্ত দিতে পারিনি। কিন্তু ওকে কিছুই জানতে দিইনি।’ বাবার মুখে সব শুনে আবেগঘন হয়ে পড়েন গায়িকা। বলেন, ‘বাবা হওয়া কি সহজ?’
ইমনও বাবার এই অবদানের প্রতিদান দিচ্ছেন। বাবা ছাড়া কিছুই বোঝেন না তিনি। সবসময় জন্মদাতার খেয়াল রাখেন এ গায়িকা। বিয়ের পরও নিয়মিত খোঁজ রাখেন বাবার।