কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে কুমিল্লার মুরাদনগর থানার ওসি সাদেকুর রহমানের নৌভ্রমণ করেন গত ২৩ জুলাই। সেই ছবিগুলো বৃহস্পতিবার (২৯ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে সচেতন মহলে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। ওসি স্বপরিবারে ও বন্ধুদেরসহ দুইজন পোশাকধারী এসআই সঙ্গে নিয়ে মাস্কবিহীন নৌভ্রমণ করেন। পুলিশ সুপার ফারুক আহমেদ বলেছেন, ওসির মুখে মাস্ক না থাকা ছবি যদি ভাইরাল হয় তাহলে বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং অফিসিয়াল প্রসিডিউর অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
জানা গেছে, মুরাদনগরের কিছু স্থানীয় লোকজন ও পরিবার পরিজন নিয়ে মুরাদনগর সদর ইউনিয়নের তিতাস সেতু এলাকায় নীচে নৌভ্রমণে যান মুরাদনগর থানার ওসি সাদেকুর রহমান। তার সাথে থাকা বন্ধুরা সেলফি তুলে একের পর এক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি পোষ্ট করেন। বৃহস্পতিবার (২৯ জুলাই) একাধিক ব্যক্তির ফেসবুক আইডি থেকে এ ছবি প্রকাশ হওয়ার পর নিমিষেই ভাইরাল হয়ে যায়। কেউ ওসিকে পছন্দ করে ছবিগুলো শেয়ার করেছেন। আবার মাস্কবিহীন এসব ছবি দেখে বিরুপ মন্তব্য করেছেন। ভাইরাল হওয়া এসব ছবিতে ওসির সঙ্গে নৌভ্রমণে পোশাক পরিহিত দুইজন এসআই’র ছবিও দেখা যায়। করোনাকালে কঠোর বিধিনিষেধের মাঝে আনন্দভ্রমণের এমন ছবির কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ওসি। ফেসবুকে এ নিয়ে ওসির সমালোচনা করে পোস্ট দিচ্ছেন অনেকে।
আক্তার মিয়া নামের একজন ফেসবুকে মন্তব্য করেন, ‘এবার দৌড়াবেন কাকে জনাব? আপনারা এগুলো করলে আনন্দভ্রমন, আর সাধারণ মানুষ করলে করোনাভ্রমন।’ তফাজ্জল হোসেন নামের এক ব্যক্তি তার ফেসবুকে ছবিগুলো শেয়ার করে লিখেছেন, ‘আবারো প্রমাণিত হলো- আইন সবার জন্য সমান নয়! সকাল বেলা কর্তব্যরত অবস্থায় লকডাউন অমান্যকারীদের দৌড়ায়, আর ওনি নিজেই বিকেল বেলা পরিবার-পরিজন নিয়ে আনন্দ ভ্রমণে বের হওয়া কতটুকু যুক্তিসঙ্গত? তাছাড়া পরিবারের ছোট সদস্যদের নিয়ে নৌকার ছাদে ওঠে ঝুকিপূর্ন ছবিও প্রকাশ করেছেন, যা আমাদের কাছে দায়িত্বহীনতা প্রকাশ পেয়েছে।’