সময়ের দাবী
No Result
View All Result
Saturday, May 17, 2025
  • Login
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • বর্তমান বিশ্ব
  • দেশজুড়ে
  • অর্থনীতি
  • খেলার সংবাদ
  • শিক্ষা
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • সম্পাদকীয়
  • সময়ের দাবী
  • English
সময়ের দাবী
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • বর্তমান বিশ্ব
  • দেশজুড়ে
  • অর্থনীতি
  • খেলার সংবাদ
  • শিক্ষা
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • সম্পাদকীয়
  • সময়ের দাবী
  • English
No Result
View All Result
সময়ের দাবী
No Result
View All Result
Home দেশজুড়ে

কক্সবাজার উপকূলে সাদা সোনার হাসি

April 6, 2022
in দেশজুড়ে
Reading Time: 1min read
A A
0
কক্সবাজার উপকূলে সাদা সোনার হাসি
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের উপকূলজুড়ে চলছে লবণ উৎপাদনের ধুম। প্রখর সূর্যতাপে মাঠে জমিয়ে রাখা সমুদ্রের লোনা পানি শুকিয়ে তৈরি করা হচ্ছে ‘সাদা সোনা’খ্যাত লবণ। সেই লবণ ট্রাক কিংবা কার্গোতে বোঝাই করে সরবরাহ করা হচ্ছে চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। জাতীয় চাহিদার সিংহভাগ লবণ উৎপাদিত হয় এই উপকূল থেকেই।

বিসিক কক্সবাজার লবণশিল্প উন্নয়ন প্রকল্পের কর্মকর্তারা বলছেন, চলতি মৌসুমে জেলায় শতভাগ জমিতে পলিথিন পদ্ধতিতে লবণের চাষ করা হচ্ছে। এ কারণে লবণ উৎপাদনও হচ্ছে বেশি। ১৫ নভেম্বর থেকে ১৫ মে পর্যন্ত বছরের ৫ মাসকে লবণ উৎপাদন মৌসুম ধরা হয়। বিসিকের তথ্য অনুযায়ী, কক্সবাজার সদর, টেকনাফ, রামু, চকরিয়া, পেকুয়া, মহেশখালী, ঈদগাঁও এবং চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৬৩ হাজার ২৯১ একর জমিতে এখন লবণ উৎপাদন চলছে। চলতি মৌসুমে এসব জমির বিপরীতে লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৩ লাখ ৫৭ হাজার মেট্রিক টন। দেশের লবণের জাতীয় চাহিদা ২৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন।

২ এপ্রিল পর্যন্ত চলতি মৌসুমের প্রথম ৪ মাসে উৎপাদন হয়েছে ১২ লাখ ৩৮ হাজার ৫৬৯ মেট্রিক টন লবণ। গত মৌসুমের প্রথম ৪ মাসে উৎপাদন হয়েছিল ৯ লাখ ২৩ হাজার ৮৯৯ মেট্রিক টন। বিসিক কক্সবাজার লবণশিল্প উন্নয়ন প্রকল্পের উপমহাব্যবস্থাপক মো. জাফর ইকবাল প্রথম আলোকে বলেন, আবহাওয়া পরিস্থিতি অনুকূলে থাকায় এবার লবণ উৎপাদনের ধুম পড়েছে। গত মৌসুমের তুলনায় এই মৌসুমের লবণ উৎপাদন বেড়েছে ২৫ থেকে ৩০ শতাংশ। ৬৩ হাজার ২৯১ একর জমির শতভাগে পলিথিন প্রযুক্তিতে লবণের চাষ হওয়ায় উৎপাদনও বেড়ে গেছে। আগামী ১৫ মে পর্যন্ত উৎপাদন চলবে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকলে লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

বিসিক সূত্র জানায়, ৬৩ হাজার ২৯১ একর জমিতে লবণ উৎপাদন করছেন ৩৭ হাজার ২৩১ জন চাষি। মাঠের লবণ উৎপাদন, সংগ্রহ ও রক্ষণাবেক্ষণ কাজে নিযুক্ত আছেন আরও প্রায় এক লাখ শ্রমজীবী মানুষ। সাদা সোনার বাম্পার উৎপাদনে মহাখুশি চাষিরা। মঙ্গলবার সকালে কক্সবাজার শহর থেকে ১৮ কিলোমিটার উত্তরে কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী উপকূলে গিয়ে দেখা যায়, মাঠজুড়ে লবণের স্তূপ। চাষিরা পলিথিনের ওপর জমে থাকা লবণ সংগ্রহ করে পাশের জমিতে স্তূপ করে রাখছেন। কেউ কেউ লবণ ঝুড়িতে ভরে নিয়ে যাচ্ছেন গুদামে। কেউ ফেলছেন মাটির গর্তে। ব্যবসায়ীরা মাঠ থেকে লবণ কিনে ট্রাকবোঝাই করে পাঠাচ্ছেন চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে।

চৌফলদন্ডীর রাখাইনপল্লির বিপরীত দিকে প্রায় ৭০০ একরের বেশি জমিতে উৎপাদিত হচ্ছে লবণ। এর মধ্যে ১২ একরে লবণ চাষ করছেন স্থানীয় চাষি আমির হোসেন। তিনি বলেন, গত ২৫ নভেম্বর থেকে তিনি মাঠে নেমেছেন। এ পর্যন্ত ৪ মাসে পেয়েছেন প্রায় ২০০ মেট্রিক টন লবণ। বাজারে প্রতিমণ লবণ বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৮০ টাকায়। গত ৫ দিনে তিনি বিক্রি করেছেন ৪৩ মেট্রিক টন লবণ। প্রতিমণ লবণ উৎপাদনের বিপরীতে চাষিদের খরচ হচ্ছে ২০০ থেকে ২৩০ টাকা। চৌফলদন্ডীর পাশে খুরুশকুল, ইসলামপুর, ইসলামাবাদ, পিএমখালী ইউনিয়নেও লবণের বাম্পার উৎপাদন চলছে। চাষিরা বলেন, গত কয়েক বছর ধরে চাষিরা লোকসান দিয়েই বিক্রি করেছিলেন লবণ। তখন প্রতিমণ লবণ বিক্রি হয়েছে ১৬০ থেকে ১৮০ টাকায়।

বিসিকের দেওয়া তথ্যমতে, টেকনাফে লবণ চাষ হচ্ছে ৩ হাজার ৯৪৫ একর জমিতে। গত ২ এপ্রিল দুপুরে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙিখালী, খারাংখালী, উলুবনিয়া, দমদমিয়া, জাদিমুরা গ্রাম ঘুরে দেখা গেছে প্রায় দেড় হাজার একরে লবণের চাষ হচ্ছে। মাঠে পড়ে আছে লবণের বড় বড় স্তূপ। খারাংখালীর মনজুর আলম (৪৫) বললেন, বর্তমানে গরম বেশি হওয়ায় লবণও উৎপাদিত হচ্ছে বেশি। দামও গত মৌসুমের তুলনায় ৭০ থেকে ৯০ টাকা বেশি পাওয়া যাচ্ছে। হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, লবণের বাম্পার উৎপাদনে চাষিদের কপাল খুলে যাচ্ছে। অনেকে চাষের জমি বাড়াচ্ছেন। মহেশখালীতে এবার লবণ চাষ হচ্ছে ১৬ হাজার ১৮ একর জমিতে। মাঠে উৎপাদিত বেশির ভাগ লবণ কার্গোবোঝাই করে সমুদ্রপথে সরবরাহ করা হচ্ছে নারায়ণগঞ্জ ও ঢাকায়।

বিসিক লবণ উন্নয়ন প্রকল্প পরিদর্শক মো. ইদ্রিস আলী বলেন, গত পাঁচ-ছয় দিনে তিনি টেকনাফ, পেকুয়া, মহেশখালী ও কক্সবাজার সদরের অন্তত ২০টি ইউনিয়নে গিয়ে লবণ উৎপাদনের কায৴ক্রম দেখেছেন তিনি। সব জায়গাতে চাষিরা পলিথিন প্রযুক্তিতে লবণ উৎপাদন করছেন। তাতে মানসম্মত লবণ উৎপাদনের পাশাপাশি বেশি পরিমাণে লবণ উৎপাদনের সুযোগ পাচ্ছেন। বিসিকের কর্মকর্তারা বলছেন, আগে সনাতন পদ্ধতিতে (পলিথিন ছাড়া) মাঠে লবণ উৎপাদন হতো। তখন লবণের সঙ্গে বালুর মিশ্রণ থাকায় লবণের রং কালো দেখাত। পরিশোধন করলে লবণের পরিমাণও কমে যেত। এখন শতভাগ জমিতে পলিথিন পদ্ধতিতে চাষ হচ্ছে। তাতে ২০ থেকে ৩০ শতাংশ বেশি লবণ উৎপাদিত হচ্ছে।

বিসিকের তথ্য অনুযায়ী, পলিথিন প্রযুক্তির প্রতি একরে লবণ উৎপাদিত হচ্ছে ৩০ মেট্রিক টন করে। আর সনাতন পদ্ধতিতে উৎপাদিত হয় ১০ মেট্রিক টন। লবণ উৎপাদনের জন্য প্রথমে মাঠ পরিষ্কার ও সমতল করতে হয়। তারপর লবণ পানি জমিয়ে রাখার জন্য সেই মাঠে ছোট বাঁধ দিয়ে চার কোনার একাধিক কক্ষ বানাতে হয়। তারপর মাঠে বিছানো হয় কালো পলিথিন। পরে বঙ্গোপসাগর কিংবা নাফ নদীর লোনা পানি ঢুকিয়ে সেই কক্ষ ভর্তি করা হয়। সূর্যের তাপে কক্ষের পানি শুকিয়ে তৈরি হয় লবণের আস্তর। পরে চাষিরা পলিথিনের ওপর থেকে সেই লবণ সংগ্রহ করে মজুত করেন। কালো পলিথিনে তাপমাত্রা বাড়ে বলে ৯৮ শতাংশ জমিতে কালো পলিথিন বিছানো হয়।

উপকূলজুড়ে বাম্পার লবণ উৎপাদনে চাষিরা লাভবান হচ্ছেন জানিয়ে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক বলেন, বিদেশ থেকে লবণ আমদানি হলে স্থানীয় চাষিরা ক্ষতিগ্রস্ত হন। লোকসান দিয়ে বিক্রি করতে হয় উৎপাদিত লবণ। চাষিদের এই দুরবস্থা বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লবণ আমদানি বন্ধ রেখে স্থানীয়ভাবে লবণ উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন। এক্ষেত্রে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগানো হচ্ছে।

Share61Tweet38Share15
Previous Post

পুতিনের দুই মেয়ের ওপর নিষেধাজ্ঞার কথা ভাবছে যুক্তরাষ্ট্র

Next Post

উপাচার্য নেই এক মাস, বেতন বন্ধ, বাড়ছে সেশনজট

Related Posts

পাটখেত থেকে নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার
দেশজুড়ে

পাটখেত থেকে নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার

May 16, 2025
দুই উপদেষ্টার সাবেক এপিএস, পিও ও এনসিপি নেতাকে দুদকে তলব
দেশজুড়ে

দুই উপদেষ্টার সাবেক এপিএস, পিও ও এনসিপি নেতাকে দুদকে তলব

May 16, 2025
সাম্য হত্যা : শাহবাগ থানা ঘেরাও করল ঢাবি শিক্ষার্থীরা
দেশজুড়ে

সাম্য হত্যা : শাহবাগ থানা ঘেরাও করল ঢাবি শিক্ষার্থীরা

May 16, 2025
কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক বিডিআরের ২৭ জওয়ান
দেশজুড়ে

কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক বিডিআরের ২৭ জওয়ান

May 15, 2025
ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে নগরভবনের সব গেটে তালা
দেশজুড়ে

ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে নগরভবনের সব গেটে তালা

May 15, 2025
ভাসানচর থেকে পালিয়ে আসা ৪৫ রোহিঙ্গা সীতাকুণ্ডে আটক
দেশজুড়ে

ভাসানচর থেকে পালিয়ে আসা ৪৫ রোহিঙ্গা সীতাকুণ্ডে আটক

May 13, 2025
Next Post
উপাচার্য নেই এক মাস, বেতন বন্ধ, বাড়ছে সেশনজট

উপাচার্য নেই এক মাস, বেতন বন্ধ, বাড়ছে সেশনজট

Recent News

জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিলো সরকার

জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিলো সরকার

May 17, 2025

Categories

  • Uncategorized
  • অর্থনীতি
  • খেলার সংবাদ
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • দেশজুড়ে
  • বর্তমান বিশ্ব
  • বিনোদন
  • রাজনীতি
  • শিক্ষা
  • সময়ের দাবী
  • সম্পাদকীয়

Site Navigation

  • Home
  • Advertisement
  • Privacy & Policy
সময়ের দাবী

© 2021 - All Rights Reserved by Somoyerdabibd.com

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • দেশজুড়ে
  • বর্তমান বিশ্ব
  • অর্থনীতি
  • খেলার সংবাদ
  • বিনোদন
  • শিক্ষা
  • তথ্য ও প্রযুক্তি
  • সম্পাদকীয়
  • সময়ের দাবী

© 2021 - All Rights Reserved by Somoyerdabibd.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
  • রাষ্ট্রপতি নিয়োগের রিট খারিজ, আইনজীবীকে লাখ টাকা জরিমানা
  • রাষ্ট্রপতি নিয়োগের রিট খারিজ, আইনজীবীকে লাখ টাকা জরিমানা