বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র আধুনিক ক্রীড়াঙ্গনের রূপকার শহিদ শেখ কামালের নামে কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। দেশে এই প্রথম তিনটি খেলার মাঠ ও একটি পূর্ণাঙ্গ ক্রিকেট অনুশীলন মাঠ নিয়ে তৈরি হচ্ছে শেখ কামাল আন্তর্জাতিক ক্রীড়া কমপ্লেক্স।
এতে থাকবে আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম, আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও একটি হকি স্টেডিয়াম এবং একটি পূর্ণাঙ্গ অনুশীলন মাঠ| এছাড়াও ক্রীড়া কমপ্লেক্সটিতে অন্যান্য খেলাধুলার সুযোগ থাকবে। প্রায় ৫০ একর জমির ওপর নির্মাণ করা হবে কমপ্লেক্স। কমপ্লেক্স নির্মাণে গতকাল দুপুরে কক্সবাজারের একটি হোটেলে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের উপস্হিতিতে একটি সভা অনুষ্ঠিত হয়। প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর একান্ত প্রচেষ্টায় রামুতে বিকেএসপিও করা হয়েছে। কক্সবাজার জেলা স্টেডিয়ামকেও আধুনিকায়ন করা হয়েছে। একই সঙ্গে নান্দনিক ইনডোর স্টেডিয়ামও নির্মাণ করা হচ্ছে।’
তিনি বলেন, ‘পরিবেশের যাতে ক্ষতি না হয়, সেভাবে সবকিছু বিবেচনা করে আন্তর্জাতিক ক্রীড়া কমপ্লেক্স হবে। পশ্চিম দিকে ঝাউবনবেষ্টিত সমুদ্রের দিগন্ত জুড়ে এটি তৈরি হচ্ছে। ভৌগলিক অবস্হানের দিক থেকে প্রাকৃতিক স্হাপনার সঙ্গে খাপ খাইয়ে স্টেডিয়ামের ধারণাটি ‘সাম্পান’ নৌকার আদলে তৈরি করা হচ্ছে। এটি দেখলে মনে হবে- নান্দনিকভাবে সাগরে তিনটি সাম্পান ভাসছে। প্রস্তাবিত ক্রীড়া কমপ্লেক্সের অবস্হান কক্সবাজার বিমানবন্দর থেকে ৩ হাজার ৫০০ ফুট দূরে লাবণী বিচ সড়কে অবস্হিত। এই কমপ্লেক্সে ক্রিকেটে ১৫ হাজার, ফুটবলে ১৫ হাজার এবং হকিতে ৮ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম হবে।’