সেন্ট কিটসে টসে হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে ১৯.৪ ওভারে ১৭০ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ১৭১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৮ বল হাতে রেখেই জয় পায় অস্ট্রেলিয়া।
৮-০ ব্যবধানে জয় পেয়েও রেকর্ডের খাতায় এখনো ভারতের থেকে পিছিয়ে অসিরা। এক সিরিজে কোনো ম্যাচ না হেরে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড ভারতের। ২০১৭ সালে শ্রীলঙ্কা সফরে সব সংস্করণ মিলিয়ে ৯-০ ব্যবধানে ম্যাচে জয় পেয়েছিল তারা।
শুরুতে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজের নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। এরপর ৬৪ রানে ৪ উইকেট হারানো দলকে দলকে টেনে তোলে জেসন হোল্ডার ও শিমরন হেটমায়ার। এই জুটি থেকে আসে ২৯ বলে ৪৮ রান করে। হেটমায়ার সর্বোচ্চ ৩১ বলে ৫২ রানের ইনিংস খেলেছেন। এছাড়া শেরফান রাদারফোর্ড ১৭ বলে ৩৫ রান ও হোল্ডার ১৫ বলে ২০ রান করেন। বাকিরা তেমন ভালো খেলতে পারেননি। অস্ট্রেলিয়ার হয়ে বেন ডোয়ারসুইস সর্বোচ্চ ৩টি উইকেট নেন।
১৭১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ২৫ রানে ৩ উইকেটে হারিয়ে বিপদে পড়ে যায় অস্ট্রেলিয়া। তবে এরপর টিম ডেভিড (১২ বলে ৩০), মিচেল ওয়েন (১৭ বলে ৩৭) এবং অ্যারন হার্ডির (২৫ বলে ২৮) ব্যাটে ভর করে ১৭ ওভারেই ১৭৩ রান করে জয় তুলে নেয় অসিরা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট পান আকিল হোসেন।
ম্যাচসেরা হয়েছেন বেন ডোয়ারসুইস। ৫ ম্যাচে তিনটি ফিফটিতে ২০৫ রান করে সিরিজসেরা হয়েছেন ক্যামেরুন গ্রিন।