আইসিসির ওয়ানডে মর্যাদা পেয়েছে সংযুক্ত আরব আমিরাতের নারী ক্রিকেট দল। সেই সাথে তারা এক নতুন মাইলফলক স্পর্শ করেছে। ২০২৫ থেকে ২০২৯ সালের চক্রের জন্য আইসিসি ওয়ানডে স্ট্যাটাস অর্জন করেছে আমিরাতের মেয়েরা। এর ফলে ওয়ানডে স্ট্যাটাসধারী নারী দলের সংখ্যা হলো ১৬টি। আইসিসির এই তালিকায় আরব আমিরাত যুক্ত হওয়ায় বাদ পড়েছে যুক্তরাষ্ট্র নারী ক্রিকেট দল।
আইসিসির সহযোগী সদস্য দেশগুলোর মধ্যে স্কটল্যান্ড, নেদারল্যান্ডস, থাইল্যান্ড ও পাপুয়া নিউগিনি তাদের ওয়ানডে স্ট্যাটাস ধরে রেখেছে। সংযুক্ত আরব আমিরাত টি-২০ র্যাঙ্কিংয়ে ১৬তম স্থানে থাকার কারণে ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে।
উল্লেখ্য, আইসিসির টি-২০ র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। দুইয়ে ইংল্যান্ড ও তিনে আছে ভারত। আইসিসির টি-২০ র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি হয়েছে। এই তালিকায় নবম স্থান থেকে দশম স্থানে নেমে গেছে বাংলাদেশ। এক ধাপ উপরে উঠে নবম স্থানে উঠে গেছে আয়ারল্যান্ড