আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য বর্তমানে ইংল্যান্ডে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ এ সিরিজ। এদিকে চেমসফোর্ডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নাজমুল হাসান শান্তর ঝড়ো শতকে ৩ উইকেটের জয় পেয়েছে টাইগাররা। এতে সিরিজ জয়ে এক পা দিয় রেখেছে সাকিব-তামিমরা। তবে এই সিরিজ জয়ের আগে সুখবর পেল টাইগাররা।
ইতিমধ্যে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা নিশ্চিত করে ফেলায় বাংলাদেশের জন্য সিরিজ জয়ই হবে সর্বোচ্চ প্রাপ্তি। তবে দুর্দান্ত সব জয়ে সুপার লিগের পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে তামিমের দল। আগামীকাল আইরিশদের বিপক্ষে শেষ ওয়ানডেতে মাঠে নামবে টাইগাররা- এর আগে ২০২২-২৩ ওয়ানডে সুপার লিগের সর্বশেষ আপডেট জানায় আইসিসি, যেখানে ভারত-পাকিস্তানকে টপকে টেবিলের তিনে উঠে এসেছে টাইগাররা।
আজ ১৩ মে (শনিবার) আইসিসি তাদের টুইটার বার্তায় সর্বশেষ অবস্থা জানায়। যেখানে ১৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নিউজিল্যান্ড। এই টেবিলে দুইয়ে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ১৫৫। আর চলতি আইরিশ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টাইগারদের জয়ে ১৪৫ পয়েন্ট নিয়ে এই টেবিলে ভারত-পাকিস্তানকে টপকে তিনে উঠে এসেছে বাংলাদেশ। ১৩৯ পয়েন্ট নিয়ে চারে আছে ভারত। আর ১৩০ নিয়ে পাঁচে আছে ভারত।
তবে টাইগারদের সামনে এই তালিকার দুইয়ে উঠে আসর সুযোগ রয়েছে। কারন আয়ারল্যাবডের বিপক্ষে শেষ ওয়ানডেতে বড় ব্যবধানের জয় পেলে ইংলিশদের হটিয়ে দুইয়ে আসার সুযোগ থাকছে সাকিব-তামিমদের।
অন্যদিকে এই তালিকায় থাকা প্রথম ৮টি দল সরাসরি জায়গা করে নিবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে। অন্য দুই দল বাছাই পর্বের মাধ্যমে জায়গা করে নেবে বিশ্বকাপে। যেখানে অংশ নেবে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস। এর সাথে যুক্ত হবে প্রাক-বাছাই পেরিয়ে আসা নেপাল, ওমান, স্কটল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র।