সোমবার (১১ আগস্ট) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংগঠনটির সেক্রেটারি লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খান সাইফ এই দাবি জানান।
তিনি আরও বলেন, প্রদীপের মতো একজন দাগী খুনি। তার ফাঁসি কার্যকরে সরকারের এই দীর্ঘসূত্রতা কী বার্তা দিচ্ছে? যে অপরাধীরা রাজনৈতিক বা প্রশাসনিক ছত্রছায়ায় থাকলে বিচার এড়িয়ে যেতে পারে? এই বিলম্ব শুধু ভুক্তভোগীর পরিবার নয়; আমাদের সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ মানুষের মনোবলকে আঘাত করছে।
সংগঠনটির সাধারণ সম্পাদক বলেন, আমরা এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন স্পষ্টভাবে জানাচ্ছি; এই বিলম্ব আর চলবে না। আমরা আজ সংবাদ সংম্মলন থেকে সরকারের কাছে চূড়ান্ত দাবি জানাই, প্রদীপের ফাঁসির কার্যকরের নির্দিষ্ট তারিখ অবিলম্বে ঘোষণা করতে হবে। অন্যথায়, আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধা হব।