সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে চেতনানাশক ওষুধ খাইয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় মৃত্যু হয়েছে রজব আলী (৩২) নামের এক যুবকের। বুধবার (১১ জানুয়ারি) সকালে এ ঘটনার মূল আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠায় থানা পুলিশ।
এ ঘটনায় নিহতের ভাই রমজান আলী বাদী হয়ে মঙ্গলবার একজনের নাম উল্লেখসহ অজ্ঞাত তিনজনকে আসামি করে থানায় মামলা করেন।
এর আগে সোমবার (৯ জানুয়ারি) জেলার উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নের দড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
বুধবার বিকেলে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায়
জড়িত প্রধান আসামি আব্দুল আজিজকে (৩৮) গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
নিহতের পরিবার ও মামলা সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে আজিজ নামের এক ব্যক্তি রজব আলীকে বাড়ি থেকে ডেকে নেন। এরপর রাত ১১টার দিকে অচেতন অবস্থায় বাড়ির পাশে এসে পড়ে যান রজব। পরে স্থানীয়রা জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘আজিজ তাকে ডেকে নিয়ে ওষুধ খাইয়ে ৩০ হাজার টাকা ছিনতাই করেছে।’
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠান৷ এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে তার মৃত্যু হয়।