এএইচএফ কাপ জুনিয়র টুর্নামেন্টে বাংলাদেশ হকি দল শুভসূচনা করেছে। ওমানে টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশ ৪-০ গোলে হংকংকে হারায়।
ম্যাচের প্রথম মিনিটেই গোল করে বাংলাদেশ। মোহাম্মদ আলী ফিল্ড গোল করে লিড আনেন। নয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ হাসান। এটাও ফিল্ড গোল। ২-০ গোলের লিডে শেষ হয় প্রথম কোয়ার্টার।
দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ আরেকটি গোল করে। ২০ মিনিটের এই গোলটি আসে পেনাল্টি কর্ণার থেকে। আমিরুল ইসলাম পেনাল্টি কর্ণার থেকে ৩-০ গোলের লিড এনে দেন। এই স্কোরলাইন নিয়ে বিরতিতে যায় দুই দল।
তৃতীয় কোয়ার্টারে কোনো গোল হয়নি। চতুর্থ কোয়ার্টারে আরেকটি গোল পায় বাংলাদেশ। ম্যাচ শেষ হওয়ার ৪ মিনিট আগে আলী ফিল্ড গোল করে স্কোরলাইন ৪-০ করেন। বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে।