মেহেরপুরের মুজিবনগরে স্মৃতি সৌধে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) ভোর ৬টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সরকার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল পতাকা উত্তোলন করেন।
সোমবার (১৭ এপ্রিল) সকাল ৯টায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, আনসার সদস্যদের গীতিনাট্য, বিজিবি, বাংলাদেশ পুলিশ, বিএনসিসি, আনসার ও ভিডিপি, স্কাউটস্, গার্লস গাইড কর্তৃক গার্ড অব অনার প্রদান করেন।
এ সময় মুজিবনগর প্রথম সরকারকে গার্ড অফ অনার প্রদানকারী বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন ও আমজাদ হোসেনকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
প্রথম পর্বের এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোকাজ্জেল হক উপস্থিত ছিলেন। এর আগে তিনি সাংবাদিকদের মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা ও জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
এ সময় দেশের বিভিন্ন জেলা থেকে আগত বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।