ভৈরব থানার এসআইয়ের কারসাজিতে ৩৩ মোবাইল ও দেড় লাখ টাকা আত্মসাতের ঘটনায় এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ এই তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কর্মকর্তার দায়িত্ব দেয়া হয় ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার রেজোয়ান আহমেদ দীপুকে।
অভিযোগ উঠেছে, ঘটনার সময় থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা অফিসে না থাকায় পুলিশ পরিদর্শক (তদন্ত) তারিকুল আলম জুয়েল এই কারসাজির সঙ্গে জড়িত ছিল। তদন্ত কমিটির কর্মকর্তা সহকারী পুলিশ সুপার রেজোয়ান আহমেদ দীপু জানান, আমি ঘটনাটি প্রাথমিক তদন্ত করতে গিয়ে বুঝতে পারি উদ্ধারকৃত টাকা নিয়ে গলদ রয়েছে। আইনগতভাবে টাকাগুলো যেভাবে দেখানো প্রয়োজন ছিল সেভাবে দেখানো হয়নি। ৯৬ হাজার টাকা আসামির নিকট থেকে পাওয়া গেলেও ৫৪ হাজার টাকা গায়েবের বিষয়টি তিনি জানতে পারেননি বলে জানান। ৩৩টি মোবাইল ও টাকার বিষয়টি তদন্ত করে সঠিক রিপোর্ট দেব বলে জানান তিনি।