এ বছর অনুষ্ঠিত হতে যাওয়া মহাদেশীয় ক্রিকেটের সবথেকে বড় টুর্নামেন্ট এশিয়া কাপ নিয়ে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। পাকিস্তানে অনুষ্ঠিত হবার কথা থাকলেও তাতে বাদ সাধে ভারত। চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশী দেশে গিয়ে না খেলার সিদ্ধান্ত নিলে হাইব্রিড মডেলের প্রস্তাব করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নানা নাটকীয়তার পর ভারত রাজি হলেও আবারো দেখা দিয়েছে অনিশ্চয়তা। ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদনে জানায়, এবার টুর্নামেন্টের সূচি পরিবর্তনের দাবি জানিয়েছে পিসিবি।
প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে মাত্র চারটি ম্যাচ আয়োজিত হবে আর শ্রীলঙ্কায় হবে ৯টা ম্যাচ। ঘরের মাঠে আয়োজিত হওয়া চার ম্যাচের মধ্যে বাবর আজমরা খেলবে মাত্র একটা ম্যাচ। ফলে এবারের আয়োজক হয়ে নিজেদের ঘরের মাঠে মাত্র একটা ম্যাচ মেনে নিতে পারেনি পিসিবি। তাই তারা সূচি পরিবর্তন করতে চাইছে। যদিও পুরো সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান নাজাম শেঠির আমলে। তিনিই এসিসি কর্তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেন। এরপর জাকা আশরফ দায়িত্ব নেওয়ায় এই সমস্যা বাড়ে।
এদিকে বিসিসিআই পক্ষ থেকে প্রথমেই এশিয়া কাপকে নিরপেক্ষ ভেনুতে আয়োজনের দাবি জানানো হয়েছিল। অন্যদিকে পাকিস্তান চেয়েছিল হাইব্রিড মডেল। তবে শেষে সেটা মেনেই হাইব্রেড মডেল এশিয়া কাপের ঘোষণা হয়। ফলে শ্রীলঙ্কা আর পাকিস্তানে হবে ম্যাচ। পাশাপাশি তৎকালীন পিসিবি প্রেসিডেন্ট নাজাম শেঠি জানিয়েছিলেন এশিয়া কাপের লভ্যাংশ তাদের ভারতের সমান দিতে হবে। এসবে রাজি হওয়ার পরেও ঘরের মাটিতে একটি ম্যাচ বাবর আজমদের থাকা নিয়েই তৈরি হয় এই সমস্যা।
এর আগে হাইব্রিড মডেলের নতুন প্রস্তাবিত তথ্য অনুযায়ী, ভারতের বিপক্ষে পাকিস্তানের দুটি ম্যাচই হবে শ্রীলঙ্কায়। তৃতীয় ম্যাচের সম্ভাবনা তৈরি হলে সেটিও শ্রীলঙ্কায় হবে। এছাড়া রোহিত-কোহলিদের সবগুলো ম্যাচ হবে শ্রীলঙ্কায়। কিন্তু এমন সিদ্ধান্তের তিনদিন না যেতেই নতুন প্রস্তাবনা নিয়ে হাজির পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নতুন প্রস্তাবনায় চারটির বেশি ম্যাচ তারা চায় পাকিস্তানে।
কেননা শ্রীলঙ্কায় হতে যাওয়া ৯টি ম্যাচের ভেতর চারটিতেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টিতে বাতিল হয়ে যেতে পারে ম্যাচ। এই পরিস্থিতি এড়াতে পাকিস্তানে আরও বেশি ম্যাচ চায় পিসিবি। ভারত ছাড়া বাকি দলগুলোর ম্যাচ পাকিস্তানের মাটিতে চায় বোর্ড। আর ভেনু হিসেবে লাহোরের পর মুলতানকে পছন্দ পিসিবির।
অন্যদিকে শ্রীলঙ্কা বৃষ্টির কথা ভেবে কলোম্বো থেকে ম্যাচগুলো ডাম্বুলায় সরিয়ে দিয়েছে। এই ভেনুতেই পাকিস্তান ও ভারত দুইবার মুখোমুখি হবে। যদি দুই দলই ফাইনাল নিশ্চিত করে তাহলে তৃতীয় ম্যাচটিও হবে এই ভেন্যুতে। এসিসির সূচি অনুযায়ী, আগামী ৩১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবারের আসর।