ক্রিকেট ইতিহাসের সেরা বোলারদের একজন পাকিস্তানি কিংবদন্তী ওয়াসিম আকরাম। অথচ লাহোরের এই ক্রিকেটার এক সময় হতে চেয়েছিলেন টেবিল টেনিস খেলোয়াড়। পরবর্তীতে তিনি হয়ে ওঠেন বিশ্বের সর্বকালের সেরা বাঁহাতি পেসার। প্রথম শ্রেণির কোনো ম্যাচ খেলার অভিজ্ঞতা ছাড়াই টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয়েছিল আকরামের। এরপর যা হয়েছে তা তো ইতিহাসই। দুর্দান্ত গতি, ভয় জাগানিয়া বাউন্সার, অনিন্দ্যসুন্দর সুইং, অবিশ্বাস্য ইয়র্কার ও চাবুকে অ্যাকশনে তিনি বিশ্ব ক্রিকেটের এক অনন্য পেসার। ২০ বছর আগে ক্রিকেট ছাড়লেও, ২২ গজের কীর্তি এখনও তাকে স্মরণীয় করে রেখেছে। এদিকে আসন্ন এশিয়া কাপে ধারাভাষ্যকারের ভূমিকা পালন করবেন সাবেক পাকাস্তানি এই পেসার।
অপরদিকে ৫ই অক্টোবর থেকে শুরু হতে চলা ভারত বিশ্বকাপের আগে এশিয়া কাপের গুরুত্বকে তুলে ধরেছেন। পাকিস্তানের এই সাবেক পেসার এশিয়া কাপ জয়ের ক্ষেত্রে কোনো দলকেই ফেভারিট বলে মনে করছেন না। তার মতে এটি সবকটি দলের জন্যই চ্যালেঞ্জিং হবে।
বরাবরই এশিয়া কাপে ভারত-পাকিস্তান ফেভারিট দল। ফেভারিটের তকমা নিয়ে শুরু করে প্রতিটি আসর। এছাড়াও দুই দলের ম্যাচ পায় বাড়তি গুরুত্ব। এশিয়ান ক্রিকেট কাউন্সিলও (এসিসি) এমন ভাবে সূচি সাজায়, যাতে করে পাকিস্তান ও ভারত ফাইনালে উঠলে তিনবার মুখোমুখি হয়।
এসিসির লাভটা এখানেই। পাক-ভারত ফাইনাল খেললে ব্যবসায়িক দিক থেকে আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার মতোই অবস্থা হয়। যে কারণে অন্য দলগুলো চলে যায় লাইম লাইটের বাইরে। কিন্তু ভারত-পাকিস্তান ছাপিয়ে গত আসরের সব আলো কেড়ে নেয় শ্রীলঙ্কা। এমন কী ২০১২ সালে প্রথমবার ফাইনাল খেলা বাংলাদেশ ২০১৬ ও ২০১৮ সালে টানা দুইবার ফাইনালে খেলে। এরপর থেকে আর বাংলাদেশকে হিসেবে না ধরার কোনও যুক্তি নেই। এমনটাই মনে করিয়ে দিলেন পাকিস্তানের সাবেক তারকা ওয়াসিম আকরাম।
রোববার এশিয়া কাপের টাইটেল স্পন্সরদের অনুষ্ঠানে গত আসরের স্মৃতি টেনে বলেন, ‘গতবার আমরা প্রেডিক্ট করছিলাম ভারত-পাকিস্তান ফাইনাল হবে। কিন্তু শ্রীলঙ্কা কাপ জিতে নিয়ে গেছে। তিন দলই বিপদজনক। যেকেউ নিজেদের দিনে জিততে পারে।’
ভারত-পাকিস্তান ফাইনাল হলে স্বাগতিক দেশ কিংবা এসিসিরি লভ্যাংশ বেড়ে যাবে বহুগুণ। তবে এবারের আসরে শ্রীলঙ্কা আর বাংলাদেশকেও বাদ দেওয়া যাবে না উল্লেখ করে ওয়াসিম আকরাম বলেন, ‘অন্যরাও আছে। গতবার শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হলো। ভারত ফাইনালেও যেতে পারল না। ভারত-পাকিস্তান ফাইনাল গুরুত্বপূর্ণ। আমরা জানি কত সমর্থন, কত নজর কত মানুষ অনুসরণ করে এই ম্যাচে। কিন্তু অন্যরাও খেলতে এসেছে। কাজেই আপনি শ্রীলঙ্কা বা বাংলাদেশকে হিসেব থেকে বাদ দিতে পারবেন না।’
পাকিস্তান স্বাগতিক হলেও নিজেদের ফেভারিট ধরতে পারছেন না ওয়াসিম। এমন কী ভারতকেও। গত কয়েক বছর ধরে ওয়ানডে ফরম্যাটে দারুণ উন্নতি করা বাংলাদেশকে নিয়ে তাই দারুণ আশাবাদী এই পাকিস্তানি সাবেক তারকা।