কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য রাজি মোহাম্মদ ফখরুল ও দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের মধ্যে মারধরের ঘটনার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চেয়ারম্যান সমর্থকরা।
বুধবার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টার পর থেকে মহাসড়কের চান্দিনা উপজেলার মাধাইয়া এলাকায় এ বিক্ষোভ করা হয়। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দাউদকান্দি-চান্দিনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফয়েজ ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিক্ষোভকারীরা ২০ মিনিট ধরে বিক্ষোভ করেন। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের অনুরোধ করলে তারা অবরোধ উঠিয়ে নেন। বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
বিক্ষোভের অংশ নেওয়া দেবিদ্বার উপজেলার ভানি ইউনিয়নের চেয়ারম্যান হাজী জালাল উদ্দীন ভূইয়া বলেন, একজন সংসদ সদস্য হয়ে কিভাবে একজন উপজেলা চেয়ারম্যানের গায়ে হাত তুলতে পারেন এটাই আমার প্রশ্ন। আমরা এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিচার দাবি করছি।
সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হুমায়ূন কবির বলেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের ওপর হামলার ঘটনায় আমরা বিব্রত। এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই। আজ এর প্রতিবাদেই আমরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছি।
১৬ জুলাই সংসদ ভবনের এলডি হলে দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে প্রস্তুতি কমিটির বৈঠকেই কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদকে মারধরের অভিযোগ ওঠে।
সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২১ জুলাই) উপজেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রৌশন আলী মাস্টার উপজেলার এলাহাবদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে সিরাজ ও সাধারণ সম্পাদক হিসেবে স্বপনের নাম ঘোষণা করেন। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ ঘোষিত কমিটিকে সমর্থন দেন।
এতে সংসদ সদস্য রাজী ফখরুল ক্ষিপ্ত হয়ে আবুল কালাম আজাদকে কিল, ঘুষি ও থাপ্পড় মারতে থাকেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে উপস্থিত নেতাকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে উদ্ভূত পরিস্থিতিতে সভা শেষ না করেই জেলা নেতৃবৃন্দ ওই সভার সমাপ্তি ঘোষণা করেন।