নোয়াখালী-৪(সদর-সুবর্ণচর) আসনের এমপি একরামুল করিম চৌধুরীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য দলের কেন্দ্রে সুপারিশ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে নোয়াখালী জেলা আওয়ামী লীগ। শনিবার (২৯ জানুয়ারি) বিকালে জেলা আওয়ামী লীগের নিয়মিত সভায় একরামুল করিম চৌধুরীকে জেলা কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি, দলের প্রাথমিক সদস্য বাতিল ও চূড়ান্তভাবে বহিষ্কারের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
একইসঙ্গে সভায় আসন্ন সুবর্ণচরে দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধাচরণ করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচন করায় ৬ নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলায় অনুষ্ঠিত পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা দলের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীকে সমর্থন দিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তালিকা করে উপজেলা কমিটিকে জেলা কমিটিতে প্রেরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।বিষয়টি নিশ্চিত করে জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ খায়রুল আনম সেলিম বলেন, এমপি একরামুল করিম চৌধুরী অনুষ্ঠিত নোয়াখালী পৌরসভার নির্বাচন ও কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রকাশ্যে দলীয় প্রার্থীর বিরুদ্ধাচরণ, হুমকি ও স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা, অর্থ ও গাড়ি দেওয়া এবং আসন্ন সুবর্ণচর উপজেলার চরজব্বার ও চরজুবলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধাচরণ করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রকাশ্যে প্রচারণা করছেন। এই কারণে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য দলের কেন্দ্রীয় কমিটির কাছে প্রেরণ করা হবে।