মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র রউফ হাসান এ তথ্য জানান।
পিটিআইয়ের এই মুখপাত্র বলেন, কেন্দ্র ও পাঞ্জাব প্রাদেশিক পরিষদে সরকার গঠনে এমডব্লিউএমের সঙ্গে জোট করার নির্দেশনা দিয়েছেন কারাবন্দী ইমরান। আর খাইবার পাখতুনখাওয়ায় জামায়াত–ই–ইসলামির সঙ্গে জোট করতে বলেছেন তিনি।
নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের সরকার গঠন করা উচিত মন্তব্য করে রউফ হাসান বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ অটুট রাখতে পিটিআই যে সংগ্রাম করছে, তা চালিয়ে যেতে পিএমএল–এন, পিপিপি ও এমকিউএম–পি বাদে সব দলের সঙ্গে কাজ করার নির্দেশনা দিয়েছেন ইমরান।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২৬৫ আসনে। সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১৩৪ আসনের। কিন্তু কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।