এবার যুক্তরাষ্ট্র ও ন্যাটোকে হুঁশিয়ারি দিলো রাশিয়া। দেশটি জানিয়েছে, ইউক্রেনে সংঘাত বৃদ্ধির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোর প্রচেষ্টা চালাচ্ছে। তারা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজে লিপ্ত। রুশ কর্তৃপক্ষ আরও বলেছে, রাশিয়ানদের স্বার্থ সংরক্ষিত না হলে তারা যুদ্ধবিরতি মানবেন না।
মঙ্গলবার গণমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর অনুচর রাষ্ট্রগুলো ইউক্রেনে সংঘাত বৃদ্ধির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজে লিপ্ত রয়েছে। পশ্চিমা দেশগুলো চায় যুদ্ধে রাশিয়ার (কৌশলগত) পরাজয় হোক। এ বিষয়ে তারা যৌথভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়া তারা প্রকাশ্যে তাদের এ উদ্দেশ্যের কথা জানিয়েছে।
ল্যাভরভ বলেন, রাশিয়া এখনও শান্তিপূর্ণ সমাধানের জন্য প্রস্তুত। তবে ওই যুদ্ধবিরতির আলোচনায় দু’পক্ষের সমান মর্যাদা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে রাশিয়ার স্বার্থের বিষয়টিও বিবেচনায় আনতে হবে।
তিনি বলেন, পশ্চিমারা গঠনমূলক সংলাপের জন্য অনিচ্ছুক। এটার পরিবর্তে তারা রাশিয়াকে নিয়ন্ত্রণে রাখার নতুন উপায় খুঁজছে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়া যেসব কার্যকর ও অরাজনৈতিক (শান্তি) প্রস্তাব দিয়েছে, সেগুলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন দ্বারা উপেক্ষিত হয়েছে। এখন ইউরোপীয়দের সঙ্গে রাশিয়ার কোনো সম্পর্ক নেই। কারণ, এসব দেশের নেতারা রাশিয়ার বিরুদ্ধে তাদের অবস্থানের বিষয়টি স্পষ্ট করেছেন।