করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধে ক্ষতিগ্রস্ত হয়েছেন বাস মালিকরা। এসব বাস মালিকদের জন্য ১০০ কোটি টাকার বিশেষ পুনঃঅর্থায়ন স্কিম গঠনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ তহবিল থেকে স্বল্প সুদে সহজ শর্তে ঋণ দেওয়া হবে। শিগগিরই কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত নীতিমালা জারি করবে।
রোববার (২৩ মে) বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন। বোর্ড সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির। জানা গেছে, পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ২ শতাংশ সুদে তহবিল গ্রহণ করবে এবং বাস মালিকদের সর্বোচ্চ ৬ শতাংশ সুদে বিতরণ করবে।
এদিকে লকডাউনে গণপরিবহণ বন্ধ থাকায় মালিকরা যানবাহন মেরামত, কর্মচারী ও শ্রমিকের বেতন-ভাতা, ঈদ বোনাস ইত্যাদি দেওয়ার জন্য নামমাত্র সুদে ও সহজ শর্তে ৫ হাজার কোটি টাকা প্রণোদনার দাবি করে আসছেন।
বোর্ড সভায় সরকারি ছয় ব্যাংকের ২০২০ সালভিত্তিক ক্যামেল রেটিং ও অফ-সাইট সুপারভিশন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ২০১৯-২০ অর্থবছরের ‘শুদ্ধাচার পুরস্কার’ প্রদান ও সোনালী ব্যাংকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) পদে কর্মরত বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সুভাস চন্দ্র দাসের মেয়াদ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।