সরকার এখনো আনুষ্ঠানিকভাবে ২৮ এপ্রিলের পরিবর্তে লকডাউন বাড়বে কি না এই বিষয়ে কিছু না জানালেও বাফুফে ২৯ বা ৩০ এপ্রিল লিগ শুরুর দিনক্ষণ ঠিক করছে।
লিগ কমিটির সভায় ২৯ এপ্রিল থেকেই লিগ শুরুর আলোচনা হয়েছে। ২৯ এপ্রিলকে দ্বিতীয় লেগ শুরুর দিনক্ষণ ঠিক ধরে খসড়া সূচিও হয়েছে। কয়েকটি ক্লাব এতে কঠিন আপত্তি জানিয়েছে। ব্রাদার্স ইউনিয়ন, আরামবাগ ক্রীড়া সংঘ, মুক্তিযোদ্ধা সংসদ, উত্তর বারিধারা তাদের ক্যাম্প বন্ধ রেখেছে। কয়েকটি ক্লাবের এই মাস লিগ শুরুর আপত্তির মধ্য দিয়েই লিগ কমিটির সভা শেষ হয়েছে।
বাফুফে আনুষ্ঠানিকভাবে সকল ক্লাবকে খসড়া সূচি দিয়ে মতামত জানতে চাইবে। বেশ কয়েকটি ক্লাব এই মাসে খেলার জন্য অপ্রস্তুত। এই পরিস্থিতি লিগ কমিটি কীভাবে সমন্বয় করে সেটাই দেখার বিষয়।
Source:
সদা/আসাকা/ঢাপো