ছাত্র-জনতা আন্দোলনের পর নানা সংস্কারমূলক কার্যক্রম হচ্ছে। ইতোমধ্যে সকল সরকারি কর্মকর্তার সম্পদ বিবরণের ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সেই সূত্রের আলোকে জাতীয় ক্রীড়া পরিষদ সম্পদ বিবরণী দাখিল সংক্রান্ত নোটিশ জারি করেছে।
জাতীয় ক্রীড়া পরিষদে ক্রীড়া, সাধারণ, অর্থ, পরিকল্পনা ও উন্নয়ন সহ বেশ কয়েকটি শাখা রয়েছে। জনপ্রশাসন থেকে পদায়িত, রাজস্ব খাতে নিজস্ব নিয়োগ, মাস্টার রোল সব মিলিয়ে জাতীয় ক্রীড়া পরিষদে শতাধিক স্টাফ রয়েছে।
ক্রীড়াঙ্গনে জোর গুঞ্জন রয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কয়েকজনের নাকি আঙুল ফুলে কলা গাছ! কর্মকর্তার পাশাপাশি এনএসসির কর্মচারীদেরও সম্পদ বিবরণী দাখিল করতে হবে।
সম্পদ বিবরণী দাখিল সংক্রান্ত ছক এখনো চূড়ান্ত হয়নি। সেই ছকের নির্দেশনা অনুযায়ী জাতীয় ক্রীড়া পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারীকে সম্পদের বিবরণ দিতে হবে। যথাযথ কর্তৃপক্ষের নির্দেশে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম আজ সম্পদ বিবরণী সংক্রান্ত চিঠি স্বাক্ষর করেছেন।
তিনদিন আগেই এনএসসিতে বড় রকমের বদলির আদেশও দেখা গিয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের অন্যতম প্রভাবশালী কর্মকর্তা রশিদুজ্জামান সেরনিয়াবাতকে চেয়ারম্যানের একান্ত সচিব পদ থেকে বান্দরবান জেলা স্টেডিয়ামের প্রশাসক হিসেবে বদলির আদেশ হয়েছিল দিন তিনেক আগে।
জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের একান্ত সচিব হিসেবে রশিদুজ্জামান সেরনিয়াবাত কাজ করছিলেন প্রায় তিন দশক। কর্মজীবনের একেবারে শেষে এলো এই বদলির নির্দেশ। এছাড়া এনএসসির আরো দুই জন স্টাফের সেকশন রদবদল হয়েছে।