একরাতে ইরানের ১৩টি শাহেদ ড্রোন দিয়ে রাশিয়া হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। এর মধ্যে ১১টি গুলি করে নামানো হয়েছে বলে দাবি করেছে দেশটি। খারকিভের বিভিন্ন জ্বালানি অবকাঠামোতে এসব হামলা চালানো হয়।
ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের বরাত দিয়ে এ খবর জানিয়েছে দেশটির জাতীয় বার্তা সংস্থা ইউক্রিনফর্ম।
ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছে, ‘গত দিনে (বুধবার) শত্রুরা ৩০টি বিমান হামলা এবং সাতটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বিশেষ করে কোস্ত্যন্তিনিভকা, দোনেৎস্ক অঞ্চল এবং খারকিভের বেসামরিক অবকাঠামোতে এসব হামলা চালানো হয়েছে। তারা এমএলআর সিস্টেম দিয়ে ৭০টিরও বেশি হামলা চালিয়েছে।’
খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে রাশিয়ান বাহিনী হামলায় আবারও ইরানের তৈরি ১৩টি শাহেদ-১৩৬ ইউএভি ব্যবহার করে খারকিভের শক্তি অবকাঠামোতে আঘাত হানে। ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী তাদের মধ্যে ১১টিকে গুলি করে ধ্বংস করেছে।
শত্রু বাখমুত এবং আভিডিভকা দিকনির্দেশে আক্রমণাত্মক অভিযান চালিয়ে যাচ্ছে, লিমান দিক থেকে তাদের কৌশলগত অবস্থান উন্নত করার চেষ্টা করছে বলে জানিয়েছে ইউক্রিনফর্ম।
ইউক্রেনীয় বাহিনী লুহানস্ক অঞ্চলের স্টেলমাখিভকা, আন্দ্রিভকা, প্লোশাঙ্কা এবং চেরভোনপোপিভকা অঞ্চলে এবং বেলোহোরিভকা, সোলেদার, বাখমুটস্কে, পিধোরোডনে, বাখমুত, ক্লিশচিভকা, কুর্দিউমিভকা, আভদিভকা, ক্রাসিনহোরিভকা, মেরিসিনহোরিভকা এবং পয়োসিনেভকা অঞ্চলে শত্রুদের আক্রমণ প্রতিহত করছে। ভলিন, পলিসিয়া, সিভর্শ্চিনা এবং স্লোবোজহানশ্চিনার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।
ইউক্রেন দাবি করেছে যে, তাদের দেশে হামলা করতে এতে লক্ষাধিক রুশ সেনা প্রাণ হারিয়েছে।