ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মাঝামাঝি থেকে শুরু হওয়া ঝড়টি আগামী কয়েক দিনের মধ্যে পূর্ব দিকে অগ্রসর হবে। মিসিসিপি এবং ফ্লোরিডাসহ যুক্তরাষ্ট্রের এই অংশগুলো প্রচণ্ড ঠান্ডায় অভ্যস্ত নয়। এজন্য সম্ভাব্য পরিস্থিতি থেকে রক্ষার জন্য তাদের সতর্ক করা হয়েছে।
অ্যাকুওয়েদারের পূর্বাভাসকারী ড্যান ডিপডউইন বলেছেন, ‘এটি ২০১১ সালের পর যুক্তরাষ্ট্রে সবচেয়ে শীতল জানুয়ারি হতে পারে।’
কানসাস এবং ইন্ডিয়ানার কিছু এলাকায় কমপক্ষে আট ইঞ্চি তুষারপাত হতে পারে। মধ্য-পশ্চিমের কিছু অংশে তুষারঝড়ের সম্ভাবনা রয়েছে। এমন অবস্থা ভ্রমণকে অত্যন্ত বিপজ্জনক করে তুলবে, যেখানে দুর্গম রাস্তা এবং গাড়িচালকদের আটকে পড়ার উচ্চ ঝুঁকি রয়েছে বলে এনডব্লিউএস সতর্ক করেছে৷
ওয়াশিংটন ডিসি, বাল্টিমোর এবং ফিলাডেলফিয়াসহ শহরগুলো রোববার থেকে সোমবার পর্যন্ত তুষারময় এবং বরফের অবস্থার জন্য প্রস্তুতি নিচ্ছে৷ ভার্জিনিয়ার কিছু অংশে ৫ খেবে ১২ ইঞ্চির মতো তুষারপাত রেকর্ড হতে পারে।
এছাড়া রোববার আরকানসাস, লুইসিয়ানা এবং মিসিসিপিসহ দক্ষিণ আমেরিকার কিছু অংশে তীব্র বজ্রঝড় হতে পারে।
বেসরকারি আবহাওয়াবিদ রায়ান মাউ বলেছেন, ‘একটি সম্ভাব্য বিপর্যয় হতে চলেছে। এটি এমন কিছু যা আমরা বেশ কিছুদিন ধরে দেখিনি।’