ঢাকায় একের পর এক বড় বড় মার্কেটে আগুন ভীতি তৈরি করেছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, এসব অগ্নিকাণ্ডের পেছনে কারও হাত রয়েছে কি না খতিয়ে দেখা হবে। কেননা একটি গোষ্ঠীর আগুন সন্ত্রাস করার ইতিহাস আছে। তারা ভয় দেখিয়ে সরকার পরিবর্তন করতে চায়।
শনিবার (১৫ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ৩৬৪ হতদরিদ্রকে চেক বিতরণ অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, মে মাস থেকে দেশে দ্রব্যমূল্য কমে আসবে। সরকার হতদরিদ্রের সংখ্যা কমিয়ে এনেছে।
এ সময় জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, সুনামগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ ও পৌরমেয়র নাদের বখত প্রমুখ উপস্থিত ছিলেন।