এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের পাশাপাশি আগামী দুদিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেই ঘোষণা অনুযায়ী মঙ্গলবার (৬ আগস্ট) ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালনের কথা থাকলে তা একদিন এগিয়ে এনে আগামীকাল সোমবার (৫ আগস্ট) পালন করা হবে বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
রোববার (৪ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ এই কথা জানান।
এর আগে ঘোষিত কর্মসূচিতে রয়েছে— আগামীকাল সোমবার (৫ আগস্ট) সারাদেশে শহীদ স্মরণে শহীদ হওয়ার স্থানসমূহে শহীদ স্মৃতিফলক উন্মোচন করা হবে। এছাড়া এদিন সকাল ১১টায় ঢাকার শাহবাগে শ্রমিক সমাবেশ ও বিকেল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নারী সমাবেশ অনুষ্ঠিত হবে। আর এদিন সারাদেশে বিক্ষোভ ও গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করেন সমন্বয়করা।
এর সঙ্গে আগামী মঙ্গলবারের (৬ আগস্ট) পরিবর্তে সোমবার (৫ আগস্ট) ‘ছাড়তে হবে ক্ষমতা, ঢাকায় আসো জনতা’ স্লোগানে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি পালন করবেন তারা। সারাদেশের ছাত্র-নাগরিক-শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানান সমন্বয়করা।
এদিকে, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচির প্রথম দিনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষে বিভিন্ন জেলায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন সহস্রাধিক।