আগের ম্যাচ জিতে ইংলিশ প্রিমিয়ার লিগের টেবিল টপার হয়েছিল লিভারপুল। সেই ধারা ধরে রেখে অলরেডরা গতকাল (শনিবার) ক্রিস্টাল প্যালেসকে হারিয়েছে। আর্নে স্লটের দলটি পয়েন্ট টেবিলের আধিপত্য পেয়েছিল মূলত ম্যানচেস্টার সিটি টানা দুটি ম্যাচে ড্র করায়। পয়েন্ট ব্যবধান কমিয়ে পেপ গার্দিওলার দলও জয় পেয়েছে একই রাতে। আরেক ম্যাচে আর্সেনাল বড় ব্যবধানে সাউদাম্পটনকে হারিয়েছে।
লিভারপুল-ক্রিস্টাল প্যালেস : ১-০
এদিন মোহামেদ সালাহরা খেলতে নেমেছিলেন প্রতিপক্ষ প্যালেসের মাঠে। বিরুদ্ধ দর্শকের সামনেও তারা শুরুতেই ঝলক দেখায়। তবে নবম মিনিটে পাওয়া দিয়োগো জোতার সেই গোলই ম্যাচের প্রথম ও শেষ। তার আগে অবশ্য ম্যাচের ৩০ সেকেন্ডের মধ্যেই লিভারপুলের জালে বল পাঠিয়েছিল প্যালেস, যদিও অফসাইডের কারণে তারা গোলটি পায়নি।
জয় পেলেও ১১ মিনিট বাকি থাকতেই চোট নিয়ে মাঠ ছেড়ে যান লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকার। ধারণা করা হচ্ছে, এই অভিজ্ঞ তারকা হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। ফলে তার বদলি হিসেবে নেমে এদিন অভিষেক হয়ে যায় ২৩ বছর বয়সী গোলরক্ষক ভিচেসস্লাভ ইয়ারোসের। এই জয়ে ইপিএল টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের ৭ ম্যাচে পয়েন্ট দাঁড়াল ১৮।
ম্যানসিটি-ফুলহ্যাম : ৩-২
সিটি ফুলহ্যামের বিপক্ষে ঘরের মাঠ ইতিহাদে ৩-২ গোলে জিতেছে। যদিও ম্যাচের ২৬তম মিনিটে পিছিয়ে পড়ে গার্দিওলার শিষ্যরা। ব্রাজিলিয়ান তারকা আন্দ্রেস পেরেইরার গোলে লিড নেয় ফুলহ্যাম। মিনিট ছয়েক পরই মাতেও কোভাচিচের নৈপুণ্যে ঘুরে দাঁড়ায় সিটি। তার পা থেকেই দ্বিতীয়ার্ধের শুরুতে আসে স্বাগতিকদের লিড নেওয়া গোলটি। যা ৮২তম মিনিটে ৩-১ ব্যবধানে রূপ দেন জেরেমি ডোকু।
নাটকীয়তা দেখা যায় শেষদিকে। ৮৮তম মিনিটে রদ্রিগো মুনিসের গোলে ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তোলে ফুলহ্যাম। তবে স্নায়ুচাপের শেষ সময়টুকু কোনো ক্ষতি ছাড়াই পার করে দেয় সিটি। পায় আসরে পঞ্চম জয়। ৭ ম্যাচে দুইয়ে থাকা দলটির পয়েন্ট ১৭। লিভারপুল থেকে তারা এক পয়েন্ট পিছিয়ে আছে।
আর্সেনাল-সাউদাম্পটন : ৩-১
একই রাতে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে সাউদাম্পটনকে আতিথ্য দেয় আর্সেনাল। প্রথমে গোল খেয়ে পিছিয়ে পড়লেও একের পর এক আক্রমণে তারা সফরকারীদের বিপর্যস্ত করেছে। ম্যাচের চারটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। বিরতির পর বদলি নামা ক্যামেরন আর্চারের গোলে ৫৫তম মিনিটে সাউদাম্পটন এগিয়ে যায়। সেই লিড তারা ধরে রাখতে কেবল ৩ মিনিট।
৫৮তম মিনিটে স্বাগতিক আর্সেনালকে সমতায় ফেরান কাই হাভার্টজ। ১০ মিনিট পর মিকেল আর্তেতার দলকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল মার্তিনেল্লি। নির্ধারিত সময় শেষ হওয়ার মিনিট দুয়েক আগে ব্যবধান আরও বাড়ান বুকায়ো সাকা। ইংলিশ ফরোয়ার্ডের গোলে ৩-১ স্কোরবোর্ড নিয়ে মাঠ ছাড়ে গানাররা। সিটির সমান ম্যাচ ও পয়েন্ট ১৭ নিয়ে আর্সেনাল টেবিলের তিনে অবস্থান করছে।