বুধবার (২৪ জানুয়ারি) রাজধানীর গুলশানে একটি হোটেলে তিনি এই পরামর্শ দেন। ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) আয়োজিত ভোজসভায় ‘ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর।
সাবেক গভর্নর বলেন, বেসরকারি ব্যাংকগুলোর মূল মালিক হিসেবে যাদের বলা হয় তারা মূল মালিক নন, বরং ব্যাংকের আমানতকারীরা প্রকৃত মালিক। সুতরাং স্বতন্ত্র পরিচালকরা চেয়ারম্যান হলে তারা হবেন ব্যাংকের প্রকৃত মালিকদের প্রতিনিধি।
আতিউর রহমান বলেন, প্রবৃদ্ধির গতি যদি পাঁচ শতাংশ থাকে তাহলে আগামী ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছাতে পারবে। তবে বর্তমানে মূল্যস্ফীতি, আর্থিক হিসেবে ঘাটতি ও বিনিয়োগ কমাসহ বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। এসব সমস্যার সমাধানে বেশ কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এর মধ্যে প্রথম কাজ হবে বিনিময় হারকে স্থিতিশীল করা। এটি করলে মূল্যস্ফীতি কমবে, পাশাপাশি বিদেশি বিনিয়োগও বাড়বে।