স্থানীয় সরকারের যে কয়েকটি উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন, সেগুলোতে প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
শনিবার (১৫ এপ্রিল) দুপুরে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। এর আগে গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের মধ্যে ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় মনোনয়ন পেয়েছেন মো. ফজলুল হক, সুনামগঞ্জের জগন্নাথপুরে মো. নুরুল ইসলাম এবং চট্টগ্রামের সন্দ্বীপে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ মাঈন উদ্দিন।
পাঁচ পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বগুড়ার তালোড়া পৌরসভায় নৌকার প্রার্থী মো. আমিরুল ইসলাম বকুল, টাঙ্গাইলের বাসাইলে আব্দুর রহিম আহমেদ, নারায়ণগঞ্জের আড়াইহাজারে সুন্দর আলী, নারায়ণগঞ্জের গোপালদীতে এম এ হালিম শিকদার ও কক্সবাজারে মো. মাহাবুবুর রহমান চৌধুরী।
ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে নীলফামারীর চাঁদখানা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান, পিরোজপুরের নাজিরপুরে তানভির হাসান ডালিম, পটুয়াখালীর কাকড়াবুনিয়া মো. জাহাঙ্গীর আলম, ভোলার চরপাতা ইউনিয়ন এম আবদুল হাই, নেত্রকোনার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নে মোহাম্মদ আবদুর রহমান এবং কুমিল্লার চন্দনপুরে সেলিম আহমেদ।