শনিবার (২৭ এপ্রিল) উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে সিলেট বিভাগের মাঠ প্রশাসনের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।
মো. আনিছুর রহমান বলেন, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মত সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য হবে। নির্বাচনে কোনো পক্ষপাতমূলক আচরণের সুযোগ নেই।
নির্বাচন কমিশনের অবস্থান উল্লেখ করে তিনি আরও বলেন, নির্বাচন কমিশন তাদের মানের কোনো অবমূল্যায়ন করবে না। একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে যা যা করা দরকার নির্বাচন কমিশন তা করতে বদ্ধপরিকর।
মতবিনিময়কালে নির্বাচন কমিশনার উপস্থিত কর্মকর্তাদের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।