কুমিল্লার লালমাই উপজেলা ছাত্রলীগের নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে ১২ বছর বয়সী এক শিশুকে সদস্য করা হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে বুধবার (৬ অক্টোবর) ওই কমিটি থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি বিষয়টি নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, কুমিল্লা লালমাই উপজেলা প্রতিষ্ঠার ৪ বছর পর ওই উপজেলা ছাত্রলীগের ৮৮ সদস্যবিশিষ্ট প্রথম কমিটি গঠন করা হয়। কমিটিতে ওই উপজেলার শাহপরান সওদাগরকে সভাপতি ও আরিফুল ইসলাম রাব্বিকে সাধারণ সম্পাদক করা হয়। কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেলের স্বাক্ষরে গত সোমবার (৪ অক্টোবর) ওই কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত ওই কমিটির পুরো তালিকা প্রকাশের পর ওই কমিটির ৮৬ নম্বরে শিশুটির নাম পাওয়া যায়। বিষয়টি জানাজানি হলে এ নিয়ে সর্বত্র আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। সে চতুর্থ শ্রেণির ছাত্র বলে স্থানীয়রা দাবি করলেও শিশুর বাবা মো. কামাল হোসেনের দাবি তার ছেলে ষষ্ঠ শ্রেণির ছাত্র।
এ বিষয়ে মো. কামাল হোসেন বলেন, আমার ছেলের বয়স ১২ বছর। সে কুমিল্লা মহানগরীর একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু যেখানে ১০ বছর বয়সে ছাত্রলীগ করেছেন সেখানে আশা করি আমার ছেলেকে নিয়ে সমস্যা হবে না। আর যদি সমস্যা মনে হয় তাহলে আমি বিষয়টা সমাধান করবো।
এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি জানান, দীর্ঘ বছর পর সদর দক্ষিণ ও নবগঠিত লালমাই উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। তবে লালমাই উপজেলা কমিটিতে ওই শিশুর অন্তর্ভুক্তির বিষয়টি বুধবার (৬ অক্টোবর) দুপুরে নিশ্চিত হওয়ার পর আমরা সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে বুধবার তাকে কার্যনির্বাহী কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে গণমাধ্যমে প্রেসবিজ্ঞপ্তি প্রেরণ করেছি।